শিরোনাম
◈ সুস্পষ্ট লঘুচাপ সাগরে, নতুন বার্তা শীত নিয়ে  ◈ বিমানবন্দরে আটক চঞ্চল চৌধুরী : নতুন গুজব এবার ভারতীয় সংবাদমাধ্যমে ◈ হঠাৎই কাজ করছে না মেটা, বিশ্বজুড়ে আচমকা থমকে গেল ফেসবুক ◈ এডিবি দুই খাতে দেবে ৭ হাজার কোটি টাকা  ◈ বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি ◈ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে আমরা আপসহীন: মোনায়েম মুন্না ◈ ঢাকা থেকে ফিরে দিল্লিকে যা জানালেন বিক্রম মিশ্রি ◈ বঙ্গভবনের সংবর্ধনায় খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ ◈ সার্ভিস চুক্তিতে স্পষ্ট  উল্লেখ থাকলে হাসপাতালের যন্ত্রপাতি এবং মেশিনারি অকার্যকর পড়ে থাকবে না: ড. ওমর ইশরাক  ◈ ‘অবৈধ বাংলাদেশি’ ধরতে বিশেষ অভিযান শুরু ভারতে

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৪, ১২:০১ দুপুর
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৪, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়া বিশৃঙ্খলায় নিমজ্জিত হবে এবং লিবিয়ার মতো টুকরো টুকরো হয়ে যাবে

পার্সটুডে- লিবিয়ার দুর্ভাগ্যজনক পরিণতির কথা স্মরণ করে একটি ফরাসি প্রকাশনা লিখেছে যে সম্ভবত সিরিয়ার ভাগ্যেও একই পরিণতি অপেক্ষা করছে এবং এই পরিস্থিতি বছরের পর বছর ধরে এই অঞ্চলটিকে সংকটের মধ্যে ডুবিয়ে রাখবে।

"ভাইরাল ম্যাগ" নামে ফরাসি প্রকাশনার এক বিশ্লেষণে সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে মুয়াম্মার গাদ্দাফির সরকারের পতনের পর লিবিয়ার পরিস্থিতির সাথে তুলনা করে বলা হয়েছে, প্রতি মুহুর্তে এই দেশটিও বিশৃঙ্খলা ও বিভক্তির মধ্যে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। পার্সটুডের রিপোর্টে বলা হয়েছে, ফরাসী প্রকাশনার এই বিশ্লেষণে বিদেশী যোদ্ধারা সিরিয়ায় সশস্ত্র বিরোধীদের সাহায্য করছে উল্লেখ করে বলেছে: বাশার আল-আসাদের পতনের পর, সিরিয়া একটি খণ্ডিত ভূমিতে পরিণত হবে এবং বিরোধীরা আয়ের বিভিন্ন উৎস ও স্বার্থ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়বে। এই পরিস্থিতি এমন এক বড় বিপর্যয় ঘটাবে যা এই অঞ্চলের দেশগুলোর জন্য শরনার্থী সংকট, অস্থিতিশীলতা এবং নানা ধরণে সংকট সৃষ্টি করবে।

ভাইরাল ম্যাগ এর বিশ্লেষণে আরো লেখা হয়েছে, এই বিপর্যয় মোকাবেলায় দৃশ্যত আন্তর্জাতিক সম্প্রদায় অক্ষমতার পরিচয় দিয়েছে এবং কূটনৈতিক উপায়ে সিরিয়া সমাধানের চেষ্টা  প্রচেষ্টা নিষ্ফল হয়েছে।

সিরিয়ার সেনাবাহিনী গত রোববার সকালে এক বিবৃতিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের ঘোষণা দিয়েছে।

সন্ত্রাসবাদী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে রাজধানী দামেস্ক দখলের পাশাপাশি বাশার আল-আসাদের দেশ ছেড়ে যাওয়ার খবর প্রকাশের পর সিরিয়ার সেনা কমান্ডের বিবৃতি প্রকাশিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়