শিরোনাম
◈ ‘দায়মুক্তি’ শিরোনামে আওয়ামী লীগের লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা ◈ ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়: ট্রাম্পকে সৌদির পাল্টা জবাব ◈ এবার যশোরেও ডাস্টবিনে শেখ হাসিনার ছবি ◈ যুব চ্যাম্পিয়নশিপে  ব্রাজিল ও আর্জেন্টিনার কষ্টের জয় ◈ লন্ডনে লিফলেট বিতরণে যে নাটক করলেন আওয়ামী লীগ নেতারা, নিতে প্রত্যাখ্যান ব্যবসায়ী! (ভিডিও) ◈ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তির ফারাক কতটা? ◈ জামায়াত এখনই নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে কেন? ◈ আসিফ-নাহিদরা পদত্যাগ করলেও সরকারে থাকতে পারেন ছাত্র প্রতিনিধি ◈ ঢাকার সড়কে চালু হচ্ছে গোলাপি রংয়ের ২,৬১০টি বাস ◈ চৌকিতে আমু ফ্লোরে ঘুমান সালমান, খাবার অনেক সময় গন্ধ হয়ে যায়: যেমন কাটছে সাবেক মন্ত্রী-এমপিদের কারাজীবন

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগস্টে কমেছে পর্যটক, তবু ভারত ভ্রমণের শীর্ষে বাংলাদেশিরা

২০২৪ সালের প্রথম আট মাসের মধ্যে গত আগস্টে সবচেয়ে কম বাংলাদেশি ভারত ভ্রমণে গেছেন। তারপরও ভারতের মোট বিদেশি পর্যটকের হিসাবে আগস্টে মাসে শীর্ষে ছিল বাংলাদেশিরা।

ভারতের পর্যটন মন্ত্রণালয় প্রকাশিত আগস্ট মাসের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

গত ৬ ডিসেম্বর ভারতের পর্যটন মন্ত্রণালয় আগস্ট মাসের পরিসংখ্যান প্রকাশ করেছে। সেখান দেখা গেছে, আগস্টে ৯৯ হাজারের বেশি বাংলাদেশি আগস্টে ভারত ভ্রমণ করেছেন, যা গত জুলাইয়ের চেয়ে প্রায় ৫৮ হাজার কম।

তথ্য বলছে, এ বছরের প্রথম আট মাসের মধ্যে সবচেয়ে বেশি (দুই লাখের বেশি) বাংলাদেশি পর্যটক ভারতে গেছেন গত জুনে।

পরিসংখ্যান অনুযায়ী, গত আগস্টে ৬ লাখ ৩৬ হাজার ২৭৭ জন বিদেশি পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এ সংখ্যা ২০২৩ সালের আগস্টের তুলনায় ৪.২% এবং করোনা-পূর্ববর্তী সময়, অর্থাৎ ২০১৯ সালের আগস্টের তুলনায় ২০.৫% কম।

এ বছরের জানুয়ারি থেকে আগস্ট ভারত ভ্রমণ করা বিদেশি পর্যটকের সংখ্যা ৬১ লাখ ৯০,৭৬১। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩.৭% বেশি।

এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারতে পর্যটকের ভ্রমণের ক্ষেত্রে শীর্ষে থাকা পাঁচ দেশ যথাক্রমে বাংলাদেশ (২০.৭৭%), যুক্তরাষ্ট্র (১৭.৪১%), যুক্তরাজ্য (১০.৮%), কানাডা (৪.৩৩%) ও অস্ট্রেলিয়া (৪.১৪%)।

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পার বাংলাদেশ-ভারত সম্পর্কে নানা টানাপোড়েন চলছে। জরুরি চিকিৎসা ছাড়া বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ রেখেছে ভারত। যার প্রভাব পড়েছে দেশটির পর্যটন খাতের আগস্ট মাসের পরিসংখ্যানে। গত তিন মাসের পরিসংখ্যান প্রকাশিত হলে সেখানে বাংলাদেশি পর্যটকের সংখ্যা আর কমবে বলে সহজেই অনুমেয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়