শিরোনাম
◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের ◈ ইন্টারপোলে হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন ◈ রাখাইনের গেরিলা কমান্ডার থেকে আঞ্চলিক শক্তি: তোয়ান মারত নাইংয়ের উত্থানের গল্প ◈ ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের: ‘অগ্রগতি না হলে সরে আসবে যুক্তরাষ্ট্র’ ◈ ১৪ ঘণ্টা পর ড্রেনে পড়ে যাওয়া নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ◈ তিন দাবিতে এনসিপির নতুন কর্মসূচি ◈ গাজায় খাদ্য সংকট চরমে, ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৬৪; মৃতের সংখ্যা ৬১ হাজার ছাড়ালো ◈ তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক: খামেনির কাছে বাদশাহ সালমানের গোপন চিঠি হস্তান্তর ◈ মুরাদনগরে একই দিনে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘোষণা, উত্তেজনা চরমে ◈ ব্রাজিলকে নি‌য়ে মেসির আ‌ক্ষেপ

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫৬ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ব্রিকস মুদ্রা’ নিয়ে ট্রাম্পের হুমকি, যা বলল ভারত 

মার্কিন ডলারের বিপরীতে নতুন কোনো মুদ্রা নিয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কাতার থেকেই তিনি এ তথ্য জানান। দেশটির রাজধানী দোহাতে একটি সম্মেলনে অংশ নিয়েছিলেন জয়শঙ্কর। 

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প এর আগে ‘ব্রিকসের নতুন মুদ্রা’ নীতি নিয়ে হুমকি দিয়েছিলেন। এর এক সপ্তাহ পরই ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি পরিস্কার করলেন। তিনি বলেন, উদীয়মান অর্থনীতির দেশ ও ব্রিকস সদস্য রাষ্ট্র ভারত-রাশিয়া ও চীন ডলারের বিপরীতে নতুন কোনো মুদ্রা নীতিকে সমর্থন জানায়নি। 

ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যদি ব্রিকস সদস্য রাষ্ট্র নতুন মুদ্রা নীতি চালু করে তাহলে ওই সব দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। 

জয়শঙ্কর বলেন, ট্রাম্প প্রথমবার ক্ষমতায় থাকায় আমাদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল। তবে এটা অস্বীকার করার কিছু নেই তাদের সঙ্গে আমাদের বাণিজ্যিক ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়েছিল। কারণ ওই সময়ে ট্রাম্প আন্তর্জাতিক বিষয়ে খুবই গুরুত্ব দিয়েছেন। তবে আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই ট্রাম্পের সঙ্গে অবশ্যই আমরা সুসম্পর্ক বজায় রাখব।’ 

তিনি ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সম্পর্কের কথাও উল্লেখ করেছেন। যা দুই দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

তিনি আরও বলেন, ডলারকে দুর্বল করার কোনো পরিকল্পনা ভারতের নেই। এনিয়ে ব্রিকসের কোনো প্রস্তাবনাও নেই। কারণ যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বৃহৎ ব্যবসায়ীক অংশীদার। খবর এনডিটিভি ও চ্যানেল ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়