শিরোনাম
◈ প্রধান বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত করতে সংবিধান সংশোধনের সুপারিশ ◈ বিপিএলে ফাইনালের টিকিট কে পাবে? খুলনা না চিটাগং, জানা যাবে আজ রাতে ◈ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা নিয়ে কী বলছে আওয়ামী লীগ? ◈ বাসিন্দাদের সরিয়ে গাজার মালিকানা নিতে চান ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকায় বাড়ছে অপরাধ, জড়িতদের অধিকাংশ কিশোর ◈ যেকারনে বাংলাদেশের সঙ্গে ১৭৫ কি.মি. অংশে বেড়া নির্মাণ বাস্তবসম্মত নয়, জানাল ভারত ◈ ৫ শতাংশ হারে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ ◈ নয়াদিল্লির আদলে ঢাকায় মহানগর সরকার গঠনের সুপারিশ কমিশনের ◈ ১৫ বছর চাকরি করলেই পাওয়া যাবে পেনশন ◈ ট্রাম্পের 'সহায়তা স্থগিত', বাংলাদেশে মার্কিন কর্মসূচি ঢেলে সাজানোর সুযোগ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ১১:২৬ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঝ আকাশে দম্পতির অন্তরঙ্গ মুহূর্ত, ভিডিও ভাইরাল

বিমানে দম্পতির অন্তরঙ্গ মুহূর্তে লিপ্ত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। অভিযোগ, বিমানের কর্মীরাই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়েছেন। বিমানকর্মীদের এমন কাজে সমালোচনার ঝড় উঠেছে। এর জেরেই সেই বিমানের কর্মীদের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ‘সুইস এয়ার’-এর একটি বিমানে। বিমানে অন্তরঙ্গ মুহূর্তে লিপ্ত হন এক যুগল। সেই ঘটনা ককপিট থেকে নিয়ন্ত্রণ করা নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ে। কিছুদিন পর যুগলের ওই ঘনিষ্ঠতার ভিডিওই ফাঁস হয়ে যায়।

আর তার জেরেই বিপদে পড়েছেন সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ওই বিমানটির দুই পাইলটসহ বিমানকর্মীরা৷ অভিযোগ, বিমানের কর্মীরাই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়েছেন। আর তার পরেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছে ওই বিমান সংস্থা। বিমানকর্মীদের আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকরাও।

গত নভেম্বরে থাইল্যান্ডের ব্যাংকক থেকে সুইজারল্যান্ডের জুরিখগামী একটি বিমানে এই ঘটনা ঘটে৷ জানা গেছে, ১২ ঘণ্টা দীর্ঘ ওই বিমানযাত্রার মাঝেই চুপিসারে ওই যুগল বিমানের প্রথম শ্রেণির এক ফাঁকা জায়গায় গিয়ে অন্তরঙ্গ মুহূর্তে লিপ্ত হন।

এই ঘটনা সম্পর্কে অথবা বিমানকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়ে সুইস এয়ারলাইন্স কিছু জানায়নি৷ প্রাথমিকভাবে জানা গেছে, যে ক্যামেরায় এই ভিডিও ধরা পড়ে, সেটিতে শুধু ককপিটের বাইরের অবস্থার দিকে চোখ রাখতে পারেন দুই পাইলট৷ ওই ক্যামেরায় শুধু লাইভ ছবি রেকর্ড হয় না, শুধু লাইভ ছবি দেখা যায়৷

ফলে, মোবাইলের মতো অন্য কোনো ডিভাইস ব্যবহার করে অন্য কেউ সিসিটিভির মনিটর থেকে গোটা ঘটনাটি রেকর্ড করেন, তা স্পষ্ট৷ ধারণা করা হচ্ছে, ককপিটের ভেতর থেকে বিমানকর্মীদের কেউই যে এই কাণ্ড ঘটিয়েছে। সেই কারণেই ওই বিমানে থাকা পাইলটসহ অন্যান্য কর্মীদের ভূমিকা খতিয়ে দেখছে সুইস ইন্টান্যাশনাল এয়ারলাইন্স৷

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়