দু’দেশের কূটনৈতিক সম্পর্কের তিক্ততার জন্য শুধু হোটেল ব্যবসা নয়, বৈদেশিক মুদ্রা বিনিময় ও পর্যটন শিল্পেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। হোটেল পরিবহন পরিষেবা ও বৈদেশিক মুদ্রার পাশাপাশি সাধারণ বাজারেও তার প্রভাব দৃশ্যমান।
ডিসেম্বর-ফেব্রুয়ারি এই তিন মাস পর্যটনের সময়। সেই সময় দু’দেশের অচল অবস্থা চিন্তার ভাঁজ ফেলেছে কলকাতার ব্যবসায়ীদের কপালে।
শুধু পর্যটন নয় চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রেও একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। সেই আশঙ্কা থেকেই দুই সরকারের পক্ষ থেকে ইতিবাচক ভূমিকা আশা করছেন সেখানকার ব্যবসায়ীরা।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ ঘটনার পরেই দিল্লি-ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্কে দৃশ্যমান চিড় ধরে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব।
আপনার মতামত লিখুন :