শিরোনাম
◈ তিন স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছে ভারতীয়রা ◈ নভেম্বরে রপ্তানি আয় ৪১১ কোটি ৯৭ লাখ ডলার ◈ আগামী সপ্তাহে ঢাকায় আসতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি ◈ স্ত্রী হত্যা মামলায় এসপি বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ◈ ৬৯ কারাগারের ঝুঁকিপূর্ণ ১৭টি, পলাতক এখনও ৭০০ বন্দি ◈ ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা বিহার ও উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ: রিজভী (ভিডিও) ◈ অন্তঃসত্ত্বা প্রেমিকা শাহিদা ইসলামকে ইউটিউব দেখে অস্ত্র চালানো শিখে হত্যা ◈ মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর ◈ অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা  ◈ ৩২ দলের ক্লাব বিশ্বকাপ ফুটবল জুনে শুরু

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৩:১৩ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিথ্যা তথ্য ছড়ানো দেশের তালিকায় শীর্ষ ১০ এ ভারত প্রথম

মিথ্যা তথ্য ছড়ানোয় শীর্ষ ১০ দেশের মধ্যে ভারত রয়েছে সবার প্রথমে। বাংলাদেশ তুলনামূলকভাবে ইতিবাচক অবস্থানে রয়েছে। মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ক্ষেত্রে ভারত শীর্ষে রয়েছে বলে Statista - এর ২০২৪ সালের জানুয়ারিতে প্রকাশিত একটি গবেষণায় উঠে এসেছে। তালিকায় ভারত ছাড়াও ব্রাজিল, ফিলিপাইন, মেক্সিকো, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং তুরস্ক রয়েছে।

তবে এই শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ নেই, যা দেশের জন্য একটি ইতিবাচক দিক।

বাংলাদেশের ইতিবাচক অবস্থান ঃ
গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্যের প্রভাব তুলনামূলকভাবে কম। যদিও দেশে মাঝারি থেকে উচ্চ মাত্রার মিথ্যা তথ্যের ঝুঁকি রয়েছে, তবে তথ্য যাচাই ও মিডিয়া সাক্ষরতার প্রসার এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শীর্ষ ১০ দেশের তুলনায় বাংলাদেশের পরিস্থিতি ভালো থাকলেও, দেশে তথ্য যাচাইয়ের উদ্যোগকে আরও শক্তিশালী করতে হবে। শিক্ষামূলক কার্যক্রম এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মিথ্যা তথ্যের বিস্তার রোধ করা সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করেন।

জনমত, সামাজিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য। শীর্ষ দেশগুলোর ক্ষেত্রে এই প্রভাব বেশি দৃশ্যমান। এ কারণে বাংলাদেশের ইতিবাচক অবস্থান ধরে রাখতে সরকার, গণমাধ্যম এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়