শিরোনাম
◈ পাকিস্তানে জন্ম নেওয়া ভারতের প্রথম অহিন্দু প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং ◈ সারজিস আলমের বিরুদ্ধে ভুয়া ভিডিও দিয়ে শ্লীলতাহানির মিথ্যা প্রচারণা ◈ পাকিস্তান সুপার লিগের প্লেয়ার্স ড্রাফটে সাকিব আল হাসান ◈ জাহাজে ৭ খুন: মধ্যরাত থেকে পণ্যবাহী নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি ◈ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই ◈ সময় টিভিতে সাংবাদিক ছাঁটাইয়ে হাসনাত আব্দুল্লাহ ও সিটি গ্রুপের ভিন্ন বয়ান, সংশ্লিষ্টতার বিষয়ে যা জানা যাচ্ছে ◈ সৌদি আরব সুখবর দিয়েছে ওমরাহ পালনকারীদের জন্য  ◈ সচিবালয়ই শুধু নয়, মধ্যরাতে আগুন লেগেছিল সচিব নিবাসেও ◈ ৭১ যাত্রী নিয়ে সেন্টমার্টিন থেকে ফেরার পথে বিকল জাহাজ ◈ মুক্তিযোদ্ধার তালিকা থেকে ‘ভুল’ স্বীকার করে নাম প্রত্যাহারের আবেদন!

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ১০:২৭ দুপুর
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : আরমান হোসেন

চীন বিশাল এক স্বর্ণের খনির সন্ধান, বাজার মূল্য ৮০ বিলিয়ন ডলারের বেশি

চীন বিশাল এক স্বর্ণের খনির সন্ধান পেয়েছে। মধ্যাঞ্চলীয় প্রদেশ হুনানের পিংয়াং জেলার ওয়াকু গ্রামে সন্ধান পাওয়া এই খনিতে মজুদ স্বর্ণ দেশটির স্বর্ণশিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

হুনান প্রদেশের ভূতাত্ত্বিক ব্যুরো জানিয়েছে,  নতুন এই স্বর্ণখনির দুই হাজার মিটার গভীরতার মধ্যে ৪০টিরও বেশি গোল্ড ওর ভেইনস বা স্বর্ণের আকরিক স্তরের সন্ধান পাওয়া গেছে। খনিটির গভীরতা ৬ হাজার ৬০০ ফিট পর্যন্ত বিস্তৃত। এর আকরিক স্তরের জমাট সোনা পৃথিবীর ভূত্বকের ফাটল দিয়ে গরম লাভা প্রবাহিত হয়ে গঠিত হয়েছে।

খনির আবিষ্কারক দলের অন্যতম সদস্য চেন রুলিন জানিয়েছেন, প্রতি টন আকরিক থেকে গড়ে ১৩৮ গ্রাম বিশুদ্ধ সোনা উত্তোলন সম্ভব।  

চেন রুলিন আরও বলেন, খনিটির ৩০০০ মিটার গভীরতায় মজুদ রয়েছে উচ্চমানের ১০০০ টনেরও বেশি সোনা। এর বর্তমান বাজারমূল্য আনুমানিক ৮০ বিলিয়ন ডলারের বেশি।

ত্রিমাত্রিক কম্পিউটার মডেল ব্যবহার করে খনি বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছেন, ৯ হাজার ৮০০ ফুট গভীরতায় এক হাজার ১০০ টন সোনা থাকতে পারে— যা স্ট্যাচু অব লিবারটির থেকে প্রায় আট গুণ ভারী। এই সোনা চীনের দেশের অভ্যন্তরীণ চাহিদা মিঠিয়ে রপ্তানি খাতেও ভূমিকা রাখবে।

খনিটি থেকে ইতোমধ্যে স্বর্ণ উত্তোলন শুরু হয়েছে। বর্তমানে প্রতি টন আকরিকে গড়ে ১৩৮ গ্রাম বিশুদ্ধ স্বর্ণ মিলছে। আবিষ্কারক দলের উপ-প্রধান লিউ ইয়োনচুন জানিয়েছেন, স্বর্ণ আহরণের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন তারা।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়