শিরোনাম
◈ আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে দারুণ শুভসূচনা বাংলাদেশের ◈ ওয়ান্ডারার্সকে ৬-০ গোলে হারিয়ে মোহামেডানের প্রিমিয়ার লিগ শুরু ◈ টি-টোয়েন্টিতে রেকর্ড, এক দলের ১১ জনই বোলিং করলেন  ◈ শনিবার দ্বিতীয় টেস্ট, বাংলাদেশের বিরুদ্ধে যে পরিকল্পনায় সিরিজ জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ ◈ ট্রাকের ধাক্কাকে হত্যাচেষ্টা বলার কারণ জানালেন সারজিস ◈ আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: পুলিশের উদ্ধার করা ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে ◈ সিসিটিভি ফুটেজ দেখে মহিলা আওয়ামী লীগের ৫ নেত্রী গ্রেফতার ◈ হাসিনা পলাইছে… এই কথাটা চালু করা চাই : মির্জা ফখরুল  (ভিডিও) ◈ কলকাতায় ডেপুটি হাইকমিশনের বাইরে সহিংস বিক্ষোভ, বাংলাদেশের কড়া প্রতিবাদ ◈ ঘাতক সরকারের পতনের পর ইসকন- এর  অস্বাভাবিক তৎপরতা বাংলাদেশে দেখা যাচ্ছে : রিজভী

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ০৪:২২ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৪, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সামভালে ‘পাথর ছোঁড়ার’ পোস্টার লাগানো হবে

দি প্রিন্ট প্রতিবেদন: ভারতের উত্তর প্রদেশের সামভালে মোঘল আমলে নির্মিত শাহী জামা মসজিদের জরিপ নিয়ে সংঘর্ষে যারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছে তাদের পোস্টার জনসমক্ষে লাগাবে স্থানীয় রাজ্য সরকার। একই সঙ্গে সংঘর্ষের সময় যেসব সরকারি সম্পদের ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ আদায় করা হবে সংগৃহীত বিক্ষোভকারীদের ছবি দেখে।

ভারতীয় সংবাদমাধ্যম দি প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামভাল প্রশাসন ৪২ টিরও বেশি সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে, যাদের এখনও গ্রেপ্তার করা হয়নি, সহিংসতা-বিধ্বস্ত এলাকায় সিসিটিভি ফুটেজে তাদের ছবি দেখা গেছে। তাদের কারও কারও হাতে ইট এবং কারও মুখ মুখোশ দিয়ে ঢেকে রাখা ছিল। 

এছাড়া পাবলিক, ক্যামেরা এবং ভিডিও ফুটেজের সাহায্যে মোট ৭৪ জনকে শনাক্ত করা হয়েছে। অন্যদের শনাক্ত করার কাজ চলছে। মোরাদাবাদ বিভাগের বিভাগীয় কমিশনার অঞ্জনেয়া কুমার সিং মিডিয়াকে বলেছেন, আমরা তাদের ভিডিও এবং ফটোগুলিও জনগণের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য জারি করেছি যাতে তাদের সহজেই সনাক্ত করা যায়।

ভারতে ২০২০ সালের সিএএ-বিরোধী বিক্ষোভের সময়ও ইউপি সরকার এধরনের বিক্ষোভকারীদের নিয়ে পোস্টার লাগিয়েছিল। ২০২০ সালে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভের সময় ভারতে যে সহিংসতা ছড়িয়ে পড়েছিল তার পরে, ইউপি সরকার রাজধানী লখনউ সহ বিভিন্ন স্থানে ভাঙচুরের জন্য দায়ী ব্যক্তিদের পোস্টারও লাগিয়েছিল।

কিন্তু এলাহাবাদ হাইকোর্ট রাজ্য সরকারকে এই ‘নাম এবং লজ্জা’ পোস্টারগুলি সরাতে বলেছিল, এটিকে ভারতীয় সংবিধানের ২১ অনুচ্ছেদের লঙ্ঘন বলে অভিহিত করেছিল আদালত। ভারতের হাইকোর্ট ওই ঘটনায় বলেছিল,‘সম্পূর্ণভাবে, আমাদের কোন সন্দেহ নেই যে রাষ্ট্রের পদক্ষেপ, যা এই জনস্বার্থ মামলার বিষয়বস্তু, মানুষের গোপনীয়তায় একটি অযৌক্তিক হস্তক্ষেপ ছাড়া কিছুই নয়।’

এরপর জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনার, লখনউকে অবিলম্বে রাস্তার ধার থেকে ব্যানারগুলি সরানোর নির্দেশ দেয়। উত্তরপ্রদেশ রাজ্যকে আদালত নির্দেশ দেয়, আইনের কর্তৃত্ব ছাড়াই ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য সম্বলিত এই ধরনের ব্যানার রাস্তার ধারে না লাগাতে। তবে এবার উত্তরপ্রদেশ সরকার বলেছে যে তারা গত রোববার শাহী জামা মসজিদের আদালতের নির্দেশিত সমীক্ষাকে কেন্দ্র করে যে সহিংসতা ছড়িয়ে পড়ে এবং এসময় সামভালে যেসব সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ বিক্ষোভকারীদের কাছ থেকে আদায় করা হবে। সরকারের একজন মুখপাত্র গণমাধ্যমকে বলেছেন যে ‘পাথর ছোড়ার’ পোস্টারগুলি বিশিষ্ট পাবলিক লোকেশনে লাগানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়