শিরোনাম
◈ ভারতের সামভালে ‘পাথর ছোঁড়ার’ পোস্টার লাগানো হবে ◈ হাঁপানি রোগীদের জন্য সুখবর, ৫০ বছরে এই প্রথম নতুন চিকিৎসা আবিষ্কার ◈ চিন্ময়কৃষ্ণের প্রসঙ্গ এবার ব্রিটেনের সংসদে ◈ যেসব এলাকায় আজ সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ ভয়েস অফ আমেরিকাকে রিজভী: সাবেক প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করা যাবে না ◈ জার্মান ক্লাবকে হারিয়ে উয়েফা কনফারেন্স লিগের শীর্ষে চেলসি ◈ জুমার দিনের যেসব আমলে গুনাহ মাফের প্রতিশ্রুতি ◈ চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে পিসিবি চেয়ারম্যান, আমরা ভারত যাব, তারা আসবে না তা হবে না ◈ ভয়েস অব আমেরিকার জরিপ: অন্তর্বর্তী সরকারের অধীনে সংখ্যালঘুরা নিরাপদ মনে করেন  ◈ সেন্ট মার্টিনে যাচ্ছে না জাহাজ পর্যটকের অভাবে

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ১২:৩০ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও ভয়াবহ যুদ্ধের হুঁশিয়ারি নেতানিয়াহুর কড়া সতর্কবার্তা

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরুর পর প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু হিজবুল্লাহকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। টাইমস অব ইসরায়েলের। 

নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহ যদি কোনো ধরনের চুক্তি লঙ্ঘন করে তাহলে ভয়াবহ যুদ্ধ হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, আমি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশনা দিয়েছি যে যদি কোনো চুক্তির লঙ্ঘন হয় তাহলে সার্জিক্যাল অভিযানের থেকেও ভয়াবহ জবাব দেওয়া হবে। 

তবে যুদ্ধবিরতি স্বল্প সময়ের জন্য হতে পারে বলে চ্যানেল ১৪'কে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেছেন নেতানিয়াহু। এ ছাড়া তিনি বলেছেন, ইসরায়েল প্রথম দিন থেকেই যুদ্ধবিরতি কার্যকর করেছে।  

এদিকে যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। লেবানন ইসরায়েলি সেনার বিরুদ্ধে গুলি চালানো এবং রকেট হামলার অভিযোগ এনেছে। লেবাননের অভিযোগ, অন্তত ছয়টি জায়গায় ইসরায়েল হামলা করেছে।  

ডয়চে ভেলে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হিজবুল্লাহ এবং ইসরায়েলের যে চুক্তি হয়েছে, তাতে ৬০ দিনের মধ্যে ইসরায়েলের সেনাকে লেবানন ছেড়ে চলে যেতে হবে। লেবাননের সেনা হিজবুল্লাহ অধ্যুষিত অঞ্চলগুলিতে মোতায়েন থাকবে। কোনোপক্ষই অন্যপক্ষের উপর আক্রমণ চালাবে না। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়