শিরোনাম
◈ চিন্ময় কৃষ্ণকে বহন করা প্রিজন ভ্যান আটকে দিয়েছেন ইসকন সমর্থকরা ◈ আশুলিয়ায় ৪ বছর আগের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ ◈ চিন্ময় ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর ◈ রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত ◈ ঢাকায় শিক্ষার্থী-সংঘর্ষ : ক্ষমতার দায় ও দুর্বলতা, সাবেক পুলিশ কর্মকর্তা যা মনে করেন ◈ টানা দুই হারের পর জয়ের দেখা পেলো বাংলা টাইগার্স ◈ শেখ হাসিনার পতনের পর উগ্রবাদীদের উত্থান নিয়ে ব্রিটেনের সংসদীয় গ্রুপের হুঁশিয়ারি ◈ ৭ উইকেট নেই বাংলাদেশের, বড় পরাজয়ের পথে মিরাজরা ◈ সংস্কার কমিশনগুলো যেসব বিষয়ে বড়সড় পরিবর্তনের কথা ভাবছে ◈ এক বছরের বেশি সময় যুদ্ধ চলার পর অবশেষে যুদ্ধবিরতি হতে যাচ্ছে ইসরায়েল ও লেবাননে

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৪, ১০:৪৭ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুষকাণ্ডের জেরে আদানির সঙ্গে বিনিয়োগ না করার সিদ্ধান্ত ফরাসি সংস্থার

আশঙ্কা সত্যি করে সোমবার ফ্রান্সের টোটাল এনার্জিস এসই জানাল, অভিযোগের সমাধান না হওয়া পর্যন্ত আদানিদের কোনও সংস্থায় আর পুঁজি ঢালবে না তারা।
গৌতম আদানি।

আমেরিকায় গৌতম আদানি-সহ তাঁর গোষ্ঠীর একাধিক ব্যক্তির বিরুদ্ধে ঘুষ দিয়ে বরাত পাওয়ার অভিযোগ ওঠায় আশঙ্কা করা হচ্ছিল, এ বার হয়তো তারা বাজার থেকে টাকা জোগাড় করতে গিয়ে সমস্যায় পড়বে। আশঙ্কা সত্যি করে সোমবার ফ্রান্সের টোটাল এনার্জিস এসই জানাল, অভিযোগের সমাধান না হওয়া পর্যন্ত আদানিদের কোনও সংস্থায় আর পুঁজি ঢালবে না তারা। অথচ টোটাল তাদের বহু দিনের সহযোগী। আদানি গ্রিন এনার্জি, আদানি টোটাল গ্যাসে লগ্নি রয়েছে।

এই ঘটনার অভিঘাতে আজ ৮% পর্যন্ত পড়েছে আদানিদের বিভিন্ন সংস্থার শেয়ার দর। এক সময়ে আদানি গ্রিন এনার্জির দর পড়েছিল ১১%। তার পরেই তড়িঘড়ি গোষ্ঠী জানায়, তাদের হাতে যথেষ্ট নগদ রয়েছে। মুনাফাও এতটাই যে, ঋণ শোধ করেও ব্যবসা বৃদ্ধির টাকা থাকবে। ফলে চিন্তার কারণ নেই। বাইরের কোনও লগ্নি ছাড়াই তারা এগিয়ে যেতে সক্ষম।

এর আগে কেনিয়া আদানিদের সঙ্গে ব্যবসায়িক চুক্তি বাতিল করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও হাসিনা জমানায় তাদের সঙ্গে হওয়া চুক্তি তদন্ত করে দেখার বার্তা দিয়েছে। আজ টোটাল জানিয়েছে, দুর্নীতির তদন্ত নিয়ে কিছু জানত না তারা। সরাসরি আদানি গ্রিন বা তার সঙ্গে যুক্ত সংস্থার বিরুদ্ধে অভিযোগ নেই বটে। তবু যত দিন না গোষ্ঠীর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সমাধান হচ্ছে, তত দিন তারা আদানির কোনও সংস্থায় টাকা ঢালবে না।

আমেরিকার অভিযোগ, বাজারের থেকে বেশি দামে সৌর বিদ্যুৎ বিক্রির বরাত পেতে ভারতে নানা রাজ্যের সরকারি কর্তাদের ঘুষ দিয়েছে আদানিরা। সেই কথা গোপন করে আমেরিকা থেকে টাকা তুলে প্রতারণা করেছে। তার পরেই গৌতম এবং তাঁর ভাইপো সাগর আদানিকে সমন পাঠানো হয়েছে। ২১ দিনের মধ্যে বক্তব্য জানাতে হবে। তবে আমেরিকা ভারতে অভিযুক্তদের এ ভাবে সমন পাঠাতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়