শিরোনাম
◈ কলম্বিয়াকে হারিয়ে ফুটসাল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ◈ সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ : সারজিস আলম ◈ মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা ◈ ঢাকায় আপাতত ব্যাটারিচালিত রিকশা চলাচলে বাধা নেই : রিটকারির আইনজীবী (ভিডিও) ◈ জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ◈ বিভিন্ন সময়ে শেখ হাসিনার মন্তব্যে ব্যাপক সমালোচনা, সত্য নিয়ে প্রশ্ন  ◈ যৌক্তিক মামলা না নিলে ১ মিনিটে সাসপেন্ড: ডিএমপি কমিশনার (ভিডিও) ◈ মোল্লা কলেজে হামলা-ভাঙচুর, রাস্তা শিক্ষার্থীদের দখলে (ভিডিও) ◈ আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকরা ◈ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন কেন আলোচনায়, এর সুবিধা-অসুবিধা কী?

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৪, ০৯:২৫ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৪, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের তেল রফতানি বেড়েছে ৬৩.৭ মিলিয়ন টন

২০২৩ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের সময়কালে ভারত থেকে ৫২.৭ মিলিয়ন টন তেল রফতানি করা হয়েছিল। আর ২০২৪ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের সময়কালে রফতানি হওয়া তেলের পরিমাণ হল ১১৬.৪ মিলিয়ন টন। অর্থাৎ, গতবারের তুলনায় এই ৬ মাসে ৬৩.৭ মিলিয়ন টন বা ১২১ শতাংশ বেশি তেল রফতানি করেছে ভারত।

আন্তর্জাতিক বাাজারে কমেছে জ্বালানি তেলের দাম। এই আবহে ভারতের রফতানি করা পেট্রোলিয়াম পণ্যেরও দাম কমেছে বিগত কয়েক মাসে। রিপোর্ট অনুযায়ী, এর আগে ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ছয় মাসে যেখানে ভারতের রফতানি করা জ্বালানি তেলের গড় দাম প্রতি টনে ৭৯২ ডলার ছিল, সেখানে ২০২৪-২৫ অর্থবর্ষে তা কমে ৩১২.৫০ ডলার হয়ে গিয়েছে। যদিও চলতি অর্থবর্ষের প্রথম দুই ত্রৈমাসিকে ভারত থেকে তেল রফতানির পরিমাণ গতবছরের তুলনাতেও বেড়েছে। (আরও পড়ুন: ডিএ নিয়ে বাংলার সরকারি কর্মীদের বড় বার্ত দিতে উদ্যোগী হতে পারেন মমতা! রইল আপডেট)

রিপোর্ট অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ভারতের রফতানি করা পরিশোধিত জ্বালানি তেলের গড় মূল্য কমে যাওয়ায় ভারতের সার্বিক রফতানি পরিসংখ্যানে প্রভাব পড়েছে। সেই আধিকারিক বলেন, 'এমন নয় যে তেলের চাহিদা কমে গিয়েছে বলে দাম কমেছে। ভারতের থেকে পরিশোধিত জ্বালানি তেলের রফতানির পরিমাণ তো আগের থেকে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।'

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের সময়কালে ভারত থেকে তেল রফতানি করা হয়েছিল ৪১.৭ বিলিয়ন ডলারের। আর ২০২৪ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের সময়কালে রফতানি হওয়া তেলের পরিমাণ বাড়লেও পকেটে ঢুকেছে কম টাকা। সরকারি পরিসংখ্যান বলেছে, এই ছয় মাসে ভরাতের পকেটে তেল রফতানি করে ঢুকেছে মাত্র ৩৬.৪ বিলিয়ন ডলার। মানে গতবারের তুলনায় ৫.৩ বিলিয়ন ডলার (১২.৭ শতাংশ) কম। এদিকে পরিমাণের দিক দিয়ে দেখতে গেলে ২০২৩ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের সময়কালে ভারত থেকে ৫২.৭ মিলিয়ন টন তেল রফতানি করা হয়েছিল। আর ২০২৪ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের সময়কালে রফতানি হওয়া তেলের পরিমাণ হল ১১৬.৪ মিলিয়ন টন। অর্থাৎ, গতবারের তুলনায় এই ৬ মাসে ৬৩.৭ মিলিয়ন টন বা ১২১ শতাংশ বেশি তেল রফতানি করেছে ভারত। জানা যাচ্ছে, বিশ্ববাজারে তেলের দাম ওঠা-নামার জেরেই এই অবস্থা দেখা দিয়েছে। এদিকে মনে করা হচ্ছে, ট্রাম্প মসনদে বসার পর আমেরিকার ঘরোয়া তেল উৎপাদন বাড়িয়ে দেবেন। এর জেরে বিশ্ববাজের তেলের দাম নিয়ন্ত্রণেই থাকবে। আর তা হলে ভারতের রফতনি হওয়া তেলের দাম বৃদ্ধিরও সম্ভাবনা কম।

এদিকে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণ ভারতের পক্ষে সম্ভব নয়। এই আবহে ভারত অন্য সব পণ্য রফতানির দিকে নজর দিয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ছয় মাসে যেখানে ভারতের রফতানি করা অ-পোট্রোলিয়াম পণ্যের থেকে পকেটে এসেছিল ১৬৯.৩৩ বিলিয়ন ডলার। এই বছর তা বেড়ে হয়েছে ১৭৬.৬৮ বিলিয়ন ডলার। অর্থাৎ, ৪.৩৪ শতাংশ বেশি। তবে পেট্রোলিয়াম পণ্য সহ ভারতের রফতানি কমেছে ১.০২ শতাংশ। সব মিলিয়ে ২০২৪ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের সময়কালে ভারত রফতানি করছে ২১৩.২২ বিলিয়ন ডলারের পণ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়