শিরোনাম
◈ জাবি অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত চালক আটক ◈ আমিরাতে ইসরাইলি নাগরিক খুনের ঘটনায় তিনজন গ্রেফতার ◈ খালেদা জিয়াকে নিয়ে অধ্যাপকের লেখা শেয়ার করলেন আইন উপদেষ্টা, কী আছে তাতে? ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ ◈ সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন এক লাখ টাকা: সমাবেশে যোগ দিতে আসা ১০টি যাত্রীবাহী বাস আটক ◈ নভেম্বরে প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে ৯০০ কোটি টাকা ◈ স্বামীকে বললেন- আমাকে গুলি করো, না হয় আমিই করবো: একজন ‘বিদ্রোহী’ মুসলিম প্রিন্সেসের কাহিনী ◈ চাকরির কথা বলে ভারতে ‘যৌন ব্যবসায়’ বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের!(ভিডিও) ◈ ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে ডুকতে মানাসহ ১০ নির্দেশনা ◈ চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৪, ০৯:২৫ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের তেল রফতানি বেড়েছে ৬৩.৭ মিলিয়ন টন

২০২৩ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের সময়কালে ভারত থেকে ৫২.৭ মিলিয়ন টন তেল রফতানি করা হয়েছিল। আর ২০২৪ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের সময়কালে রফতানি হওয়া তেলের পরিমাণ হল ১১৬.৪ মিলিয়ন টন। অর্থাৎ, গতবারের তুলনায় এই ৬ মাসে ৬৩.৭ মিলিয়ন টন বা ১২১ শতাংশ বেশি তেল রফতানি করেছে ভারত।

আন্তর্জাতিক বাাজারে কমেছে জ্বালানি তেলের দাম। এই আবহে ভারতের রফতানি করা পেট্রোলিয়াম পণ্যেরও দাম কমেছে বিগত কয়েক মাসে। রিপোর্ট অনুযায়ী, এর আগে ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ছয় মাসে যেখানে ভারতের রফতানি করা জ্বালানি তেলের গড় দাম প্রতি টনে ৭৯২ ডলার ছিল, সেখানে ২০২৪-২৫ অর্থবর্ষে তা কমে ৩১২.৫০ ডলার হয়ে গিয়েছে। যদিও চলতি অর্থবর্ষের প্রথম দুই ত্রৈমাসিকে ভারত থেকে তেল রফতানির পরিমাণ গতবছরের তুলনাতেও বেড়েছে। (আরও পড়ুন: ডিএ নিয়ে বাংলার সরকারি কর্মীদের বড় বার্ত দিতে উদ্যোগী হতে পারেন মমতা! রইল আপডেট)

রিপোর্ট অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ভারতের রফতানি করা পরিশোধিত জ্বালানি তেলের গড় মূল্য কমে যাওয়ায় ভারতের সার্বিক রফতানি পরিসংখ্যানে প্রভাব পড়েছে। সেই আধিকারিক বলেন, 'এমন নয় যে তেলের চাহিদা কমে গিয়েছে বলে দাম কমেছে। ভারতের থেকে পরিশোধিত জ্বালানি তেলের রফতানির পরিমাণ তো আগের থেকে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।'

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের সময়কালে ভারত থেকে তেল রফতানি করা হয়েছিল ৪১.৭ বিলিয়ন ডলারের। আর ২০২৪ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের সময়কালে রফতানি হওয়া তেলের পরিমাণ বাড়লেও পকেটে ঢুকেছে কম টাকা। সরকারি পরিসংখ্যান বলেছে, এই ছয় মাসে ভরাতের পকেটে তেল রফতানি করে ঢুকেছে মাত্র ৩৬.৪ বিলিয়ন ডলার। মানে গতবারের তুলনায় ৫.৩ বিলিয়ন ডলার (১২.৭ শতাংশ) কম। এদিকে পরিমাণের দিক দিয়ে দেখতে গেলে ২০২৩ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের সময়কালে ভারত থেকে ৫২.৭ মিলিয়ন টন তেল রফতানি করা হয়েছিল। আর ২০২৪ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের সময়কালে রফতানি হওয়া তেলের পরিমাণ হল ১১৬.৪ মিলিয়ন টন। অর্থাৎ, গতবারের তুলনায় এই ৬ মাসে ৬৩.৭ মিলিয়ন টন বা ১২১ শতাংশ বেশি তেল রফতানি করেছে ভারত। জানা যাচ্ছে, বিশ্ববাজারে তেলের দাম ওঠা-নামার জেরেই এই অবস্থা দেখা দিয়েছে। এদিকে মনে করা হচ্ছে, ট্রাম্প মসনদে বসার পর আমেরিকার ঘরোয়া তেল উৎপাদন বাড়িয়ে দেবেন। এর জেরে বিশ্ববাজের তেলের দাম নিয়ন্ত্রণেই থাকবে। আর তা হলে ভারতের রফতনি হওয়া তেলের দাম বৃদ্ধিরও সম্ভাবনা কম।

এদিকে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণ ভারতের পক্ষে সম্ভব নয়। এই আবহে ভারত অন্য সব পণ্য রফতানির দিকে নজর দিয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ছয় মাসে যেখানে ভারতের রফতানি করা অ-পোট্রোলিয়াম পণ্যের থেকে পকেটে এসেছিল ১৬৯.৩৩ বিলিয়ন ডলার। এই বছর তা বেড়ে হয়েছে ১৭৬.৬৮ বিলিয়ন ডলার। অর্থাৎ, ৪.৩৪ শতাংশ বেশি। তবে পেট্রোলিয়াম পণ্য সহ ভারতের রফতানি কমেছে ১.০২ শতাংশ। সব মিলিয়ে ২০২৪ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের সময়কালে ভারত রফতানি করছে ২১৩.২২ বিলিয়ন ডলারের পণ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়