ইসরায়েলের রাজধানীসহ একাধিক স্থাপনায় হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ রবিবার তেল আবিবের পূর্বে পেতাহ টিকায়া অঞ্চলে রকেট হামলা চালিয়েছে তারা। এতে তিনজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এর আগে ইসরাইলের সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের কমান্ড সদর দপ্তরকে লক্ষ্য করে বেশ কিছু ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। শনিবার সকালে এক বিবৃতিতে তারা ঘোষণা করেছে যে, ড্রোন দিয়ে দখলকৃত শহরের উত্তরে শ্রাগা ঘাঁটিতে গোলানি ব্রিগেডের কমান্ড সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করেছে।
ইসরায়েলি মিডিয়াও দখলকৃত অঞ্চলের উত্তরে বেশ কয়েকটি বসতিতে হিজবুল্লাহর ড্রোন অনুপ্রবেশের খবর দিয়েছে। লেবাননের সীমান্তবর্তী এলাকায় অবস্থান করা ইসরায়েলি সেনাবাহিনীর ব্যারাক গুলোকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এলাকাগুলোর মধ্যে রয়েছে আল-মিনারেহ,আল মালকিয়েহ,সাসা,কারিয়াত,শেমোনেহ,জারেত, শুমিরা,রামোত নাফতালি, ইয়ারিন এবং দুফিফ।
আপনার মতামত লিখুন :