শিরোনাম
◈ ‘ভিক্ষা করব না’ মুচলেকা দিয়ে হজ-ওমরাহতে যেতে হবে পাকিস্তানিদের ◈ প্রেসক্লাবে গণঅবস্থানে ব্যাটারিচালিত রিকশা চালকরা, ১২ দফা দাবি ◈ বিরলে বাংলাদেশী মা ও শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ ◈ মাহফিল বন্ধ করা প্রসঙ্গে যা বললেন এ্যানি ও রেজাউল  ◈ পদত্যাগে বাধ্য করায় বাকরুদ্ধ ছি‌লেন তি‌নি ! অব‌শে‌য়ে মারা গেলেন ◈ আসামি চেনে না বাদীকে, বাদী চেনে না আসামিকে : আলোচনায় ঢালাও মামলা ◈ আপনার এই ঋণ আমরা কোনোদিন পরিশোধ করতে পারবো না: মিনা ফারাহকে জামায়াতের আমির ◈ সাকিবের অলরাউন্ড পারফরমেন্সেও হার এড়াতে পারলো না বাংলা টাইগার্স ◈ সহিংসতার সঙ্গে মোদির সংযোগ নেই, নিজ দেশের গোয়েন্দা কর্মকর্তাদের ক্রিমিন্যাল বললেন ট্রুডো! ◈ অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ঘোষণা, হতাশার দিন কাটালো মিরাজরা

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৪, ১১:১৩ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৪, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জলুবায়ু সংকট মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে বছরে ৩০০ বিলিয়ন ডলার দেবে ধনী দেশ

আন্তর্জাতিক ডেস্ক: জলুবায়ু সংকট মোকাবিলায় দরিদ্র দেশগুলোতে প্রতি বছর ৩০০ বিলিয়ন (৩০ হাজার কোটি) ডলার দেবে ধনী দেশগুলো। রোববার (২৪ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এ অর্থায়নের বিষয়ে একমত হন প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা। -বিবিসি  

গত ১১ নভেম্বর কপের ২৯তম আসর শুরু হয়। যা শেষ হওয়ার কথা ছিল শুক্রবার। কিন্তু জলবায়ু তহবিলে অর্থায়নের বিষয়ে কোনো সমঝোতা না হওয়ায় তা একদিন বাড়ানো হয়। শেষ পর্যন্ত দীর্ঘ সময় ধরে কষাকষি শেষে বাংলাদেশ সময় আজ এ চুক্তিতে সম্মত হয় কপের সদস্য দেশগুলো।

চূড়ান্ত চুক্তি অনুযায়ী, ২০৩৫ সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতিবছর অন্তত ৩০০ বিলিয়ন ডলার দেবে উন্নত দেশগুলো। জলবায়ু তহবিলে জমা দেওয়া এই অর্থ দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশবান্ধব করতে এবং দেশগুলোয় জলবায়ু সংকটের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় খরচ করা হবে। বর্তমানে এই তহবিলে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার জমা দিচ্ছে ধনী দেশগুলো।

দরিদ্র দেশগুলোকে অর্থসহযোগিতা শুরুতে ২৫০ বিলিয়ন ডলার ছিল। কিন্তু এতে রাজি হয়নি দরিদ্র দেশগুলো। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল তাদের জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন (১ লাখ ৩০ হাজার কোটি) ডলার দিতে হবে। পরে বছরে ৩০০ বিলিয়ন ডলার দিতে রাজি হয় ধনী দেশগুলো।

এই জলবায়ু চুক্তিকে স্বাগত জানিয়েছেন সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ওপকে হোয়েকস্ট্রা। তিনি বলেন, জলবায়ু অর্থায়নের নতুন যুগের সূচনা হিসেবে কপ ২৯ সম্মেলনকে বিশ্ব স্মরণে রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়