শিরোনাম
◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ ◈ খালেদা জিয়ার বিদেশ যাত্রায় রাজনীতি কোথায়? রাজনীতিতে আলোচনায় ‘মাইনাস টু-মাইনাস ফোর’ ◈ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের  উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠান ◈ নির্বাচনী মাঠ প্রস্তুত হচ্ছে, আস্থা রাখতে চায় দলগুলো ◈ বর্ডার-গাভাস্কার সিরিজ, ভারতের চাপে অস্ট্রেলিয়া ◈ কপ২৯: ২০০ বিলিয়ন ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪, ০৬:১৪ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশসহ ১২৪ দেশে পা রাখলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু, দেশগুলো হল..

গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। 

ইসরাইল আইসিসির এখতিয়ার স্বীকার না করলেও এবং নেতানিয়াহু ও গ্যালান্ট আত্মসমর্পণ করবেন না বলে জানালেও তাদের চলাচলের সুযোগ সংকুচিত হয়ে গেছে।

আইসিসির প্রতিষ্ঠাতা চুক্তি রোম সংবিধির আওতায় ১২৪টি দেশ রয়েছে। আদালতের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে এসব দেশ বাধ্য।

আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী জোনাথন কুটাব বলেছেন, আইন তৈরি হয় এ ধারণার ওপর ভিত্তি করে যে মানুষ তা মেনে চলবে। যারা আইন অমান্য করে, তারা নিজেরাই অপরাধ করছে।

কুটাব আরও বলেন, ইসরাইলের মিত্র দেশগুলোর মধ্যে অনেকেই, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা, পরোয়ানা কার্যকরে প্রতিশ্রুতিবদ্ধ।

নেতানিয়াহু অবশ্য এই অভিযোগগুলোকে ‘অ্যান্টি-সেমিটিক’ বলে প্রত্যাখ্যান করেছেন। তবে ইসরায়েলের মিত্র ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশগুলোও এই পরোয়ানা কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে কুটাব উল্লেখ করেন।

রোমা স্ট্যাটিউটে স্বাক্ষরকারী দেশগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে বাধ্য। আইসিসির এই পরোয়ানা নেতানিয়াহুর আন্তর্জাতিক কূটনৈতিক কার্যক্রমে বড় ধরনের বাধা সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

আইসিসির পরোয়ানা জারির পর নেতানিয়াহু এবং গ্যালান্ট যেসব দেশে গ্রেফতার হতে পারেন 

সেগুলো হলো:

  1. আফগানিস্তান
  2. আলবেনিয়া
  3. অ্যান্ডোরা
  4. অ্যান্টিগুয়া এন্ড বারবুডা
  5. আর্জেন্টিনা
  6. আর্মেনিয়া
  7. অস্ট্রেলিয়া
  8. অস্ট্রিয়া 
  9. বাংলাদেশ
  10. বার্বাডোজ
  11. বেলজিয়াম
  12. বেলিজ
  13. বেনিন
  14. বলিভিয়া
  15. বসনিয়া এন্ড হার্জেগোবিনা
  16. বতসোয়ানা
  17. ব্রাজিল
  18. বুলগেরিয়া
  19. বুরকিনা ফাসো
  20. ক্যাপভার্দে
  21. কম্বোডিয়া
  22. কানাডা
  23. সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক
  24. চাদ
  25. চিলি
  26. কলম্বিয়া
  27. কমোরোস
  28. কঙ্গো
  29. কুক আইল্যান্ড
  30. কোস্টারিকা 
  31. আইভরিকোস্ট
  32. ক্রোয়েশিয়া
  33. সাইপ্রাস
  34. চেক রিপাবলিক
  35. ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো
  36. ডেনমার্ক
  37. জিবুতি
  38. ডমিনিকা
  39. ডমিনিকান রিপাবলিক
  40. ইকুয়েডর
  41. এল সালভেদর
  42. এস্তোনিয়া
  43. ফিজি
  44. ফিনল্যান্ড
  45. ফ্রান্স
  46. গ্যাবন
  47. গাম্বিয়া
  48. জর্জিয়া
  49. জার্মানি
  50. ঘানা
  51. গ্রিস
  52. গ্রেনাডা
  53. গুয়েতেমালা
  54. গিনি
  55. গায়ানা
  56. হন্ডুরাস
  57. হাঙ্গেরি
  58. আইসল্যান্ড
  59. আয়ারল্যান্ড
  60. ইতালি
  61. জাপান
  62. জর্ডান
  63. কেনিয়া
  64. কিরিবাতি
  65. লাটভিয়া
  66. লেসোথো
  67. লাইব্রেরিয়া
  68. লিচেনস্টাইন
  69. লিথুনিয়া
  70. লুক্সেমবার্গ
  71. মাদাগাস্কার
  72. মালাবি
  73. মালদ্বীপ
  74. মালি
  75. মাল্টা
  76. মার্শাল আইল্যান্ড
  77. মরিশাস
  78. মেক্সিকো
  79. মঙ্গোলিয়া
  80. মন্টিনিগ্রো
  81. নামিবিয়া
  82. নাউরু
  83. নেদারল্যান্ড
  84. নিউজিল্যান্ড
  85. নাইজার
  86. নাইজেরিয়া
  87. নর্থ মেসিডোনিয়া
  88. নরওয়ে
  89. পানামা
  90. প্যারাগুয়ে
  91. পেরু
  92. পোল্যান্ড
  93. পর্তুগাল
  94. দক্ষিণ কোরিয়া
  95. রিপাবলিক অব মালদ্বীপ
  96. রোমানিয়া
  97. সেইন্ট কিটস এন্ড নেভিস
  98. সেইন্ট লুসিয়া
  99. সেইন্ট ভিনসেন্ট এন্ড দ্য গ্রেনাডাইন্স
  100. সামোয়া
  101. সান মেরিনো
  102. সেনেগাল
  103. সার্বিয়া
  104. সিচিলিস
  105. সিয়েরালিওন 
  106. স্লোভাকিয়া
  107. স্লোভেনিয়া
  108. সাউথ আফ্রিকা
  109. স্পেন
  110. ফিলিস্তিন
  111. সুরিনাম
  112. সুইডেন
  113. সুইজারল্যান্ড
  114. তাঞ্জানিয়া
  115. তাজিকিস্তান
  116. তিমুর লিস্ত
  117. ত্রিনিদাদ এন্ড টোবাগো
  118. তিউনিশিয়া
  119. উগান্ডা
  120. যুক্তরাজ্য
  121. উরুগুয়ে
  122. ভানুয়াতু
  123. ভেনেজুয়েলা
  124. জাম্বিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়