শিরোনাম
◈ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি থাকবে যতদিন ◈ বাংলাদেশে মানবাধিকার সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র ◈ ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ◈ আপনার আপসহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা: সারজিস আলম ◈ ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর পক্ষে-বিপক্ষে নানা মত ◈ পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে রাস্তায় ব্যারিকেড, বন্ধ হবে ইন্টারনেট ◈ দেশে জ্বালানি তেলের দাম কত কমানো সম্ভব, জানালো সিপিডি ◈ নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান ◈ ট্রাম্প একজন ব্যবসায়ী, আমরাও ব্যবসা নিয়ে ভাবছি, বাংলাদেশ ব্যবসার জন্য খোলা রয়েছে : ড. ইউনূস

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪, ০২:০৬ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২৪, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ অভিবাসীদের বৈধতাসহ কাজের অনুমতি দিবে যে দেশ

অবৈধ অভিবাসীদের বৈধতা দিবে স্পেন। সরকারের সিদ্ধান্ত, দেশে এখন যত নথিবিহীন অভিবাসী রয়েছে, তাদের পর্যায়ক্রমে স্পেনে বৈধভাবে বসবাসের সুযোগ এবং ওয়ার্ক পারমিট দেয়া হবে।

দুই থেকে তিন বছর ধরে যারা দেশটিতে বসবাস করছেন, বৈধতার ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এমনকি তারা কাজের সুযোগ অর্থাৎ ওয়ার্ক পারমিটও পাবেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন স্পেনের অভিবাসী-বিষয়ক মন্ত্রী।

রাজধানী মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে দেশটির অভিবাসী-বিষয়ক মন্ত্রী এলমা সেইজ বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে স্পেনকে গড়ে তোলার জন্য প্রতি বছর আড়াই লাখ বিদেশি কর্মী প্রয়োজন। 

যেসব নথিবিহীন অভিবাসী অন্তত দুই থেকে তিন বছর ধরে স্পেনে বসবাস করছেন, বৈধতার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিশেষ প্রকল্পের নাম দিয়েছেন ‘সার্কুলার মাইগ্রেশন’। সাম্প্রতিক কয়েকটি কর্মসূচিতে স্পেনের বর্তমান নিম্ন জন্মহার ও বয়স্ক লোকজন অবসর নেওয়ার জেরে বিভিন্ন খাতে কর্মী সংকট চলছে বলেও উল্লেখ করেছেন তিনি। তবে সরকারের সাম্প্রতিক এসব পদক্ষেপ স্পেনের সাধারণ জনগণ কীভাবে নেবে, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

উন্নত জীবনের আশায় প্রতিদিন আকাশ, স্থলপথ ও আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে শত শত অভিবাসনপ্রত্যাশী পাড়ি জমান স্পেনে। সরকারি হিসাব বলছে, ২০২৪ সালের প্রথম ছয় মাসে স্পেনে প্রবেশ করেছেন অন্তত ২৫ হাজার নথিবিহীন অভিবাসী। তাদের মধ্যে ১৯ হাজারেরও বেশি এসেছেন সাগর পাড়ি দিয়ে। সূত্র: এপি, ইউরো নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়