শিরোনাম
◈ বিচারের পর আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন : টাইম ম্যাগাজিনকে ড. ইউনূস ◈ পার্টি কারো বাপের সম্পত্তি না : গাড়িতে হামলার পর যা বললেন শাহজাহান ওমর (ভিডিও) ◈ পুলিশের ৫৪ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ◈ অস্ট্রেলিয়ার ফ্যাশন ব্র্যান্ড দেউলিয়া ঘোষণা : বাংলাদেশে হাজারো শ্রমিকের চাকরি ঝুঁকির মুখে ◈ আফম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ভুলের জন্য আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত ◈ কপ২৯ এ অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ◈ ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল(ভিডিও) ◈ খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করলেন অন্তবর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টা ◈ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা, অধিনায়ক তামিম ◈ শুক্রবার অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ শুরু

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ১২:৫২ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোমস্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আব্দুস সাত্তার (৫০) নামে একজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত আব্দুস সাত্তার ওই এলাকার মঞ্জুর হোসেনের ছেলে। এর আগে দুপুরে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর এলাকায় বিলের জমি দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাধানগর ইউনিয়নের জগদিশপুর মৌজার খাস জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় রফিকুল ইসলাম ও সাইদুর রহমান গ্রুপের লোকজন সংঘর্ষ হয় । এতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়। আতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-রামেক স্থানান্তর করা হয়।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার বলেন, দুপুর ১ টার দিকে জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় রফিকুল ও সাইদুর গ্রুপের লোকজনের মারামারি হয় । এ সময় আব্দুস সাত্তার নামে একজন গুরুত্ব আহত হয়। পরে তিনি সাতটার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমি ঘটনাস্থলে জড়িতদের ধরতে অভিযানে আছি। পরে বিস্তারিত জানাবো বলে জানান ওসি বাশার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়