শিরোনাম
◈ ‘কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে’ নিয়ে বিএনপির আশঙ্কার নেপথ্যে কী? ◈ ক্রিকেটার আকবর আলী জাতীয় লিগে দুই ম্যাচ নিষিদ্ধ  ◈ সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল ◈ ৩০০ বিষধর মাকড়সাসহ বিমানবন্দরে ধরা পড়ল পাচারকারী! ◈ উপজাতি ভোট ভাগ করতেই ঝাড়খণ্ডে বিজেপি মুসলমানদেরকে ‘বাংলাদেশী’ তকমা দিচ্ছে ◈ অটোরিকশা চালকদের অবরোধে দিনভর ভোগান্তি, অবশেষে মুক্ত  ◈ নতুন সিইসি কে এই নাসির উদ্দীন ◈ ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করল রাশিয়া ◈ খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত: প্রধান উপদেষ্টা ◈ সেনাকুঞ্জের অনুষ্ঠানে ড. ইউনূসের সঙ্গে পাশাপাশি বসেন, কথা বলেন খালেদা জিয়া

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ১২:৫২ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোমস্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আব্দুস সাত্তার (৫০) নামে একজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত আব্দুস সাত্তার ওই এলাকার মঞ্জুর হোসেনের ছেলে। এর আগে দুপুরে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর এলাকায় বিলের জমি দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাধানগর ইউনিয়নের জগদিশপুর মৌজার খাস জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় রফিকুল ইসলাম ও সাইদুর রহমান গ্রুপের লোকজন সংঘর্ষ হয় । এতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়। আতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-রামেক স্থানান্তর করা হয়।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার বলেন, দুপুর ১ টার দিকে জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় রফিকুল ও সাইদুর গ্রুপের লোকজনের মারামারি হয় । এ সময় আব্দুস সাত্তার নামে একজন গুরুত্ব আহত হয়। পরে তিনি সাতটার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমি ঘটনাস্থলে জড়িতদের ধরতে অভিযানে আছি। পরে বিস্তারিত জানাবো বলে জানান ওসি বাশার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়