শিরোনাম
◈ ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন শেখ মোঃ সাজ্জাত আলী ◈ এবার ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর ◈ মারামারি কাণ্ডে বিসিবিতে তোলপাড়! ◈ আগামী নির্বাচনের সময় জানালেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ◈ সৌদি আরবের সাম্প্রতিক একটি ফ্যাশন শো নিয়ে বিতর্ক এখন তুঙ্গে, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে ◈ মানুষের ভোগান্তি চরমে, স্থবির হয়ে আছে মহাখালীসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা ◈ প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ পেলেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন ◈ জাপান থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ সরকার ◈ নিপীড়িতের পক্ষে আছি, যদি সুযোগ হয় আমি শেখ হাসিনার পক্ষে লড়াই করব : জেড আই খান পান্না ◈ ভিডিওতে হাসিনাকে নিয়ে একটি কথাও বলেননি ট্রাম্প : এএফপির ফ্যাক্টচেক (ভিডিও)

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ১২:৫২ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোমস্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আব্দুস সাত্তার (৫০) নামে একজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত আব্দুস সাত্তার ওই এলাকার মঞ্জুর হোসেনের ছেলে। এর আগে দুপুরে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর এলাকায় বিলের জমি দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাধানগর ইউনিয়নের জগদিশপুর মৌজার খাস জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় রফিকুল ইসলাম ও সাইদুর রহমান গ্রুপের লোকজন সংঘর্ষ হয় । এতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়। আতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-রামেক স্থানান্তর করা হয়।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার বলেন, দুপুর ১ টার দিকে জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় রফিকুল ও সাইদুর গ্রুপের লোকজনের মারামারি হয় । এ সময় আব্দুস সাত্তার নামে একজন গুরুত্ব আহত হয়। পরে তিনি সাতটার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমি ঘটনাস্থলে জড়িতদের ধরতে অভিযানে আছি। পরে বিস্তারিত জানাবো বলে জানান ওসি বাশার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়