ইমরুল শাহেদ: অবশেষে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেট ভেঙ্গে বুধবার দুপুরে মাঠে ঢুকে পড়ে। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক ঘন্টা ধরে সংঘর্ষ চলে। এ সময় নিরাপত্তা বাহিনী জল কামান, টিয়ারগ্যাস ব্যবহার করে স্রোতের মতো ঢলে পড়া বিক্ষুব্ধ জনতার উপর। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিবিসি
তারা হর্ষোৎফুল্ল। যার যা মন চাইছে, তা করছেন। অনেকেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে আনন্দে চিৎকার করে। সেখানে তারা সেলফি তুলছেন, ঢোল বাজিয়ে চিৎকার করতে করতে ‘রনিল পাগল, গোটা পাগল’ স্লোগান দেন।
দ্বিতীয় তলার ব্যালকনিতে, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়’ লেখা একটি চিহ্নের ঠিক উপরে, বিক্ষোভকারীদের ভিড় শ্রীলঙ্কার পতাকাটি উঁচু করে ধরে আছে। তারা আনন্দের সঙ্গে প্রলাপ করে, গেট ছিঁড়ে এবং সৈন্যদের দেয়ালের মধ্য দিয়ে ধাক্কা দিতে পরিচালনা করে - সব সময় টিয়ারগ্যাস সহ্য করে। কেউ বারান্দার উপরে একটি শিখা জ্বালিয়েছে। জনতা উল্লাসে ফেটে পড়ে।
আপনার মতামত লিখুন :