শিরোনাম
◈ প্রাকৃতিক সম্পদের শীর্ষে থাকা ধনী ১০ দেশ ◈ দুধ দিয়ে গোসল করে ৩২ মেনে নিয়ে ৩৫ আন্দোলন থেকে সরে দাঁড়ালেন শুভ (ভিডিও) ◈ দীর্ঘদিন আত্মগোপনে থেকেও হলো না শেষ রক্ষা: ভারতে পালানোর সময় গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আটক ◈ এবার প্রকাশ্যে এলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের সভাপতি ও সেক্রেটারি ◈ দেশের সামাজিক নিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নে আনসার ডিজির নির্দেশনা ◈ সারদায় ফের এএসপি ও এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত ◈ পুলিশের সাবেক ২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল ◈ আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের উদ্যোগ নেবে তারা গণশত্রু: হাসনাত আবদুল্লাহ ◈ বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় কমনওয়েলথ ◈ আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব : আইন উপদেষ্টা

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৪, ১০:৫৭ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবাননে হিজবুল্লাহর অকল্পনীয় প্রতিরোধের মুখে কৌশল পরিবর্তন ইসরাইলের

পার্সটুডে- লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর অকল্পনীয় প্রতিরোধের সম্মুখীন হওয়ার পর ইহুদিবাদী সেনাবাহিনী দক্ষিণ লেবাননে তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়েছে।

ইহুদিবাদী ইসরাইল চলতি বছরের অক্টোবরের শুরুতেই লেবাননের বিরুদ্ধে স্থল আগ্রাসন শুরু করলেও এখন পর্যন্ত তারা দেশটির একটি গ্রামও দখল করতে পারেনি।  হিজবুল্লাহ বাহিনী দখলদার ইসরাইলের বিরুদ্ধে অকল্পনীয় প্রতিরোধ গড়ে তুলেছে। আল-জাজিরা টিভি চ্যানেলের বরাত দিয়ে পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি স্থল আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত লেবাননে কমপক্ষে একশ' ইসরাইলি  সেনা নিহত এবং এক হাজার ইসরাইলি সেনা আহত হয়েছে। এছাড়া, ৪৩টি মেরকাভা ট্যাঙ্ক, আটটি বুলডোজার এবং কয়েকটি উন্নত ড্রোনসহ বেশকিছু যুদ্ধ সরঞ্জামও ধ্বংস হয়েছে।

শীর্ষ নেতারা শহীদ হওয়ার পরও হিজবুল্লাহ এমন প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে এটা কল্পনাও করতে পারে নি ইসরাইলি শাসক গোষ্ঠী। এ কারণে তারা নিজেদের কৌশলে পরিবর্তন এনেছে। তাদের নয়া কৌশল হলো, দক্ষিণ লেবাননের বাড়িঘরে বোমা পেতে রেখে সেগুলোকে গুড়িয়ে দেওয়া। বাড়িঘরে বোমা পেতেই তারা দ্রুত সেখান থেকে চলে যাচ্ছে এবং বোমার বিস্ফোরণ ঘটাচ্ছে। হিজবুল্লাহ যোদ্ধাদের যেসব অভিযান খুব কাজে আসছে তার মধ্যে হলো ওত পেতে থেকে হঠাৎ করে আগ্রাসী সেনাদের ওপর হামলা চালানো। এ কারণে দখলদার সেনারা প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে থাকে।

এখন প্রশ্ন হলো, আগ্রাসন শুরুর এক মাসেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেলেও কেন একটি গ্রামের নিয়ন্ত্রণও নিতে পারে নি আগ্রাসী সেনারা?

সামরিক বিশেষজ্ঞরা বলছেন- হিজবুল্লাহ বাহিনীর তীব্র প্রতিরোধের কারণে ইসরাইলি বাহিনী এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, দক্ষিণ লেবাননে তারা থাকতে পারবে না। দক্ষিণ লেবাননের কোনো অংশ দখলে নিয়ে সেখানে অবস্থানের চেষ্টা করলেই ইসরাইলি সেনারা আরও বেশি সংখ্যায় হতাহত হয়েছে। 

ইহুদিবাদীরা প্রথম দিকে সিদ্ধান্ত নিয়েছিল, তারা লেবাননের ভেতরে লিতানি নদী পর্যন্ত ঢুকে পড়বে, কিন্তু হিজবুল্লাহ বাহিনীর প্রতিরোধ দেখে পরে তারা তাদের কৌশল পরিবর্তন করে। বর্তমানে তারা লেবাননের মাত্র তিন কিলোমিটার গভীরে প্রবেশ করেছে।

ইহুদিবাদী মিডিয়া প্রায়ই গাজা ও লেবাননে তাদের বাহিনীর অবস্থা বিশ্লেষণ করতে গিয়ে উদ্বেগ প্রকাশ করে। এসব গণমাধ্যম বলছে, লেবানন তাদের বাহিনীর জন্য এমন  একটি গর্তে পরিণত হয়েছে যেটি কেবলি সেনাদের গিলে ফেলছে।

ইসরাইলি টিভি চ্যানেল-টুয়েলভ জানিয়েছে, ইসরাইলের সেনাবাহিনীর মুখপাত্রের পরিসংখ্যান অনুসারে বর্তমানে সেনাবাহিনীতে আরও ১০ হাজার সেনা দরকার। কিন্তু হারেদি ইহুদিদের আকৃষ্ট করার প্রচেষ্টা সফল হওয়ার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

ইসরাইলি টিভি চ্যানেল-থার্টিন জানিয়েছে, ইসরাইলের নতুন যুদ্ধমন্ত্রী একের পর এক ভুল করে যাচ্ছেন। তিনি মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার এক সপ্তাহ পরই ঘোষণা দিয়ে বসেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে তারা জিতে গেছে। এছাড়া  তিনি হিজবুল্লাহকে নিরস্ত্র করাকে যুদ্ধের লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন যা আলোচনায় হিজবুল্লাহর অবস্থানকেই শক্তিশালী করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়