শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: আন্দালিভ রহমান পার্থ ◈ আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? ◈ সাংবাদিক নূরুল কবীরকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ, তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ মুগ্ধকে নিয়ে গুজব: আবেগঘন প্রতিক্রিয়া ভাই স্নিগ্ধের ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ (ভিডিও) ◈ সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি এখন ১ লাখ ৪২ হাজার টাকা ◈ এবার ৭ দিনের আল্টিমেটাম দিলো রিকশাচালকরা ◈ গ্যাসের জন্য ২০ কোটি টাকা ঘুষ দিয়েছি, তারপরও জ্বি স্যার, জ্বি স্যার বলতে হয়েছে: বাণিজ্য উপদেষ্টা ◈ ‘দেখি বাসে আগুন জ্বলছে, আমরা কয়েকজন মিলে পোড়া মরদেহ নিচে নামাই’

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৪, ০২:৪৪ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের নতুন নির্দেশনা বাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীক ব্যবহার নিয়ে 

বাণিজ্যিক ক্ষেত্রে জাতীয়, ধর্মীয় ও সাম্প্রদায়িক প্রতীকের ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটিতে এসব প্রতীকের বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অপব্যবহার ও শোষণ রোধে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে বাণিজ্যিক ক্ষেত্রে জাতীয়, ধর্মীয় ও সাম্প্রদায়িক প্রতীকের ব্যবহার করা যাবে না।

সৌদি আরব তাদের অপব্যবহার বা শোষণ রোধ করার লক্ষ্যে দেশগুলোর প্রতীক এবং লোগোর পাশাপাশি ধর্মীয় এবং সাম্প্রদায়িক প্রতীকগুলোর বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ করেছে।

দেশটির বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ আল কাসাবি এ নির্দেশনা জারি করেছেন। এসব প্রতীকের পবিত্রতা রক্ষায় সৌদি আরবের যে প্রতিশ্রুতি রয়েছে তার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ নির্দেশনা অনুসারে জাতীয়, ধর্মীয় বা সাম্প্রদায়িক প্রতীকগুলোকে ব্যবসায়িক স্বার্থে পণ্য, প্রচারমূলকসামগ্রী বা অন্যান্য বাণিজ্যিক লেনদেনে ব্যবহারকে নিষিদ্ধ করে।

আইন অমান্যকারীরা সৌদি আরবের মিনিউসিপাল আইন অনুসারে শাস্তির মুখোমুখি হবেন। এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশের ৯০ দিন পর থেকে নির্দেশনা কার্যকর করা হবে। নতুন নিয়মের সঙ্গে সামঞ্জস্য করার জন্য এ সময় দেওয়া হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, আগে থেকেই সৌদিতে জাতীয় পতাকা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এর উপর ভিত্তি করে নতুন এ নির্দেশনা দেওয়া হয়েছে। কেননা পতাকায় কালেমা ও ক্রস তলোয়ার এবং একটি পাম গাছের প্রতীক রয়েছে।

নতুন এ নির্দেশনায় সৌদি নেতাদের ছবি এবং নাম মুদ্রিত সামগ্রী, পণ্য, বিশেষ উপহার এবং প্রচারমূলক কার্যক্রমে নিষিদ্ধ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব বজায় রেখে অপব্যবহার রোধ করতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়