শিরোনাম
◈ ১১টি ব্যাংক মিলে ইসলামী ব্যাংকের সমান হবে না : গভর্নর ◈ ইউনূসের ভাষণে নেই নির্বাচন নিয়ে ইঙ্গিত; আশাহত বিএনপি (ভিডিও) ◈ বাজার নিয়ন্ত্রনে শুরু হলো ভারত থেকে চাল আমদানি ◈ গাজীপুরে পোশাকশ্রমিক-এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া, কারখানায় আগুন ◈ তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক-রেলপথ অবরোধ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ নিঝুম মজুমদারকে হারপিক দেখানো নিয়ে যা জানালেন সাইয়েদ আব্দুল্লাহ(ভিডিও) ◈ আপনি বাংলাদেশে অবস্থান করলে এমনটা ভাবতে আপনাকে পাগলাটে হতে হবে : আল-জাজিরাকে প্রধান উপদেষ্টা ◈ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা, আসামের একটি হোটেলে অবস্থানের গুঞ্জন কাদেরের! ◈ নভেম্বরেই চালু হচ্ছে বহুল আলোচিত বেড়াডোমা ব্রীজ ◈ অস্ট্রেলিয়ান গিলেস্পি বাদ হয়ে যাচ্ছেন, পাকিস্তানের নতুন কোচ  আকিভ জাবেদ

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৪, ০৯:১১ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৪, ০৩:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'ইসরাইলি সেনাবাহিনী ক্লান্ত, পরিশ্রান্ত এবং অপর্যাপ্ত বাহিনীতে ভুগছে'

পার্সটুডে- ইসরাইলের একটি দৈনিক পত্রিকা স্বীকার করেছে যে ইসরাইলি সেনাবাহিনী এই বাহিনীতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ গ্রহণের সময়কালের নিয়ম পরিবর্তন করে ৩২ মাস থেকে বাড়িয়ে ৩৬ মাস করার চেষ্টা করছে যাতে সৈন্য সংখ্যা বাড়ানো যায় এবং এই বাহিনীকে পুনর্গঠন করা যায়।

ইসরাইলি দৈনিক ইয়াদিওত অহারনুত  শনিবার এক প্রতিবেদনে আরো লিখেছে: "রিজার্ভ বাহিনীতে চাকরি থেকে অব্যাহতি নেয়ার বয়স ৪০ থেকে ৪৫ বছর বাড়ানোর প্রয়োজন আছে, তবে সেনাবাহিনীতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ গ্রহণের সময়কাল বাড়ানোর চেষ্টা সামরিক আইনের পরিপন্থী হওয়ায় অচলাবস্থা তৈরি হয়েছে যার ফলে জনবলের অভাবে সেনাবাহিনীকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলেছে। সহজভাবে বলা যায় আমাদের সেনাবাহিনীতে পর্যাপ্ত সংখ্যক লোকবল নেই। পার্সটুডে-এর মতে, ইসরাইলি দৈনিক ইয়াদিওত অহারনুত আরও বলেছে, ইসরাইলি সেনাবাহিনীতে ৭৫০০ সৈন্যের ঘাটতি এবং তারা স্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনীর রিজার্ভ সেনারা অত্যন্ত জীর্ণ ও ক্লান্ত এবং অপর্যাপ্ত বাহিনীতে ভুগছে। যুদ্ধের আগে থেকেই ইসরাইলের স্থায়ী বাহিনী একটি গুরুতর সংকটের মধ্যে ছিল কিন্তু এখন তারা আরও বড় সমস্যা পড়েছে এবং তারা যথাযথ সমর্থনের অভাবে ভুগছে।

সেনাবাহিনীর এই সংকট নিয়ে পত্রিকাটির রিপোর্ট প্রকাশের একই সময়ে ইসরাইলের টিভি 'চ্যানেল-১২' জানিয়েছে যে, এই সরকারের যুদ্ধ মন্ত্রী ইসরায়েল কাটজ ৭০০০ হারেদি ইসরাইলিকে সেনাবাহিনীতে চাকরি করার জন্য ডাকার সিদ্ধান্ত নিয়েছেন! কিন্তু, হারেদিরা যুদ্ধক্ষেত্রে থাকার তীব্র বিরোধিতা করেছে এবং এই অবৈধ ইসরাইল রাষ্ট্র গঠনের সময়, হারেদিদেরকে সামরিক চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয়েছিল। কিন্তু এখন সেনাবাহিনীতে লোকবলের অভাব ইসরাইল সরকার তাদের ডাকতে বাধ্য হয়েছে। 

ইসরাইলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ৭৯৪ জন পুরুষ ও মহিলা ইসরাইলি সৈন্য নিহত হয়েছে, যার মধ্যে ৩৭০ জন গাজা উপত্যকার অভ্যন্তরে স্থল অভিযানের সময় নিহত হয়েছে।  এই সময়ের মধ্যে মোট আরও ৫৩৪৬ সেনা আহত হয়েছে, তাদের মধ্যে ৪৬০৫ জনই গাজায় যুদ্ধে আহত হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়