শিরোনাম
◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে কোনো তথ্য প্রসিকিউশন দলের কাছে নেই : তাজুল ইসলাম ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ◈ এবার শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ উপসচিব পুলে কোটা: প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান ◈ জাহাজ থেকে ১৯ নাবিক বিদেশে পলায়ন, গ্রেপ্তারি পরোয়ানা ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সেলোনাকে ২-১ গোলে হারালো অ্যাথলেটিকো মাদ্রিদ ◈ ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে এশিয়া কাপের ফাইনালে হেরে গেলো বাংলাদেশ ◈ রাহাত ফতেহ আলী খান ৩ কোটি ৪০ লাখ টাকা  বিপিএল মিউজিক ফেস্টে গান গাইবেন ◈ চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় দিনে ভারতের মুখোমুখি বাংলাদেশ!

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৪, ০৬:৩৩ বিকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অক্সফোর্ডে ‘স্বাধীন কাশ্মীর রাষ্ট্র’ নিয়ে বিতর্কসভা

হিন্দুস্তান টাইমস: ইনসাইট ইউকে-এর তরফে ইতিমধ্যেই এই বিতর্কের বিরোধিতা করে অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিকে একটি চিঠি পাঠানো হয়েছে। হিন্দুস্তান টাইমস বলছে, সেই চিঠিতে দুই ব্যক্তির নাম বিশেষ করে উল্লেখ করা হয়েছে। ব্রিটেনে বসবাসকারী হিন্দু ও ভারতীয়দের নিয়ে গঠিত একটি সংগঠন হল - ইনসাইট ইউকে। তাদের তরফে শুক্রবার ভোর রাতে (স্থানীয় সময় অনুসারে) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্কসভা অক্সফোর্ড ইউনিয়নের বাইরে একটি প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

ইনসাইট ইউকে-এর দাবি, ওই বিতর্কসভার যে বিষয়ে বিতর্কের আয়োজন করা হয়েছে, তার শিরোনাম দেওয়া হয়েছে - ‘এই হাউস স্বাধীন কাশ্মীর রাষ্ট্র গঠনে বিশ্বাসী’।

বিষয়টি প্রকাশ্যে আসার পরই ব্রিটেনে বসবাসকারী ভারতীয় শিক্ষার্থী এবং ব্রিটিশ হিন্দু নাগরিকরা এর প্রতিবাদে সরব হন বলে দাবি করেছে ইনসাইট ইউকে কর্তৃপক্ষ। এক্স হ্যান্ডেলে তাদের তরফে পোস্ট করা ভিডিয়ো ও ছবিতেও একই দাবি করা হয়েছে।

সেই ভিডিয়োয় বিক্ষোভকারীদের মুখে যে স্লোগান শোনা গিয়েছে, এককথায় তার অর্থ হল -‘'অক্সফোর্ড ইউনিয়ন সন্ত্রাসবাদকেই সমর্থন করছে’। এমনকী, দীর্ঘদিন ধরেই অক্সফোর্ড ইউনিয়ন এমনটা করে আসছে বলেও বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন।

এছাড়াও, ইনসাইট ইউকে-এর তরফ থেকে তাদের সোশাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে -‘জম্মু-কাশ্মীর ভারতের অঙ্গ ছিল, জম্মু-কাশ্মীর ভারতের অঙ্গ আছে এবং জম্মু-কাশ্মীর ভারতের অঙ্গ থাকবে।’ ইনসাইট ইউকে-এর তরফে ইতিমধ্যেই এই বিতর্কের বিরোধিতা করে অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে দুই ব্যক্তির নাম বিশেষ করে উল্লেখ করা হয়েছে।

এই দুই ব্যক্তি হলেন - মুজ্জাম্মিল আয়ুব ঠাকুর এবং জাফর খান। তারাই এই প্রস্তাবের স্বপক্ষের বক্তা। ঠাকুরের নিজের একটি সংগঠন রয়েছে। যার নাম -‘'ওয়ার্ল্ড কাশ্মীর ফ্রিডম মুভমেনট’। এছাড়াও, ঠাকুর ও তাঁর বাবা যৌথভাবে একটি সংগঠন খুলেছেন। সেটি হল - ‘মার্সি ইউনিভার্সাল’।

ইনসাইট ইউকে-এর দাবি, এই সংগঠনগুলির বিরুদ্ধে ব্রিটেনের স্কটল্যান্ড ইয়ার্ড তদন্ত করেছে। এমনকী, এই সংগঠনগুলির সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগাযোগ থাকার অভিযোগ ওঠায় চ্যারিটি কমিশন এবং মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-ও তদন্ত চালিয়েছে।

অন্যদিকে, জাফর খান হলেন ‘'জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট’ (জেকেএলএফ)-এর চেয়ারম্যান। তিনি কাশ্মীরি হিন্দুদের হত্যায় অভিযুক্ত সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেছেন ইনসাইট ইউকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়