শিরোনাম
◈ রোহিঙ্গা সংকট দ্রুত সমাধান না হলে বিশ্বের জন্য হুমকি হয়ে উঠবে: পররাষ্ট্র উপদেষ্টা ◈ আন্দোলনে জীবন দেয় তরুণরা, পদ ভাগাভাগি করে মুরুব্বীরা: হাসনাত আবদুল্লাহ (ভিডিও) ◈ প্রতিটি সমস্যার সমাধান রয়েছে, যদি আমরা ধৈর্য ও সাহসের সঙ্গে এগিয়ে যাই: প্রধান উপদেষ্টা ◈ ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ের পর এক সপ্তাহে যে পাঁচটি বিষয় ঘটেছে ◈ কানাডায় কঠোর অভিবাসন নীতিতে ভারতীয় শিক্ষার্থীরা বিপাকে ◈ ঢাকার রাস্তায় হাঁটার সময় রাস্তার দেয়ালে আঁকা বর্ণিল চিত্রকর্মগুলো দেখার সুযোগ মিস করবেন না ◈ মুক্তিযুদ্ধের পর প্রথমবার পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশে পণ্যবাহী জাহাজ: কী আছে ৩১৭ কনটেইনারে? ◈ আমি উপদেষ্ট হতে চাই না, উপদেষ্টা হওয়ার মতো দুইটা জিনিস আমার নাই: হিরো আলম ◈ রাজধানীর পল্লবীতে ২ ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা ◈ পুলিশ থেকে প্রত্যাহার হলো আনসার

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৪, ০১:২৬ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৪, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ল্যাটিন আমেরিকায় বন্দর চালু করলো চীন, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর বিশ্ব এখন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্থাপনের দিকে নজর রাখছে। এ অবস্থায় ল্যাটিন আমেরিকায় চীন তার অবস্থায় তৈরি করেছে।  প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়া ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি জয়ী হলে চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ৬০ শতাংশ শুল্প আরোপ করবেন। তবে চীন দক্ষিণে একটি মেগা পোর্ট নির্মাণের মাধ্যমে উত্তর আমেরিকায় বাণিজ্যের একটি নতুন রুট তৈরি করেছে। 

চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পেরুভিয়ান উপকূলে নির্মিত চ্যাঙ্কে বন্দর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ওই অনুষ্ঠানে চীন উন্নয়নের দিতে কতটা গুরুত্ব দেয়, তার প্রতি ইঙ্গিত করেন শি। 

পেরুতে এশিয়া প্যাসিফিক ইকোনোমিক কো-অপারেশন ফোরাম (অ্যাপেক) এর বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছিলেন শি। তবে সবার চোখ ছিল চ্যাঙ্কেতে। কারণ এ অঞ্চলে ঐতিহাসিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবের মাঝে চীন তার আধিপত্য বিস্তার করছে। 

বিশেষজ্ঞদের অভিমত, ওয়াশিংটন বছরের পর বছর ধরে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি যে অবহেলা করেছে। এখন তার মূল্য দিতে হবে।  ওয়াশিংটনের পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনোমিক এর সিনিয় ফেলো মনিকা ডি বোলে বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে ল্যাটিন আমেরিকার দিকে মনোযোগ দেয়নি। এ অবস্থায় চীন এ অঞ্চলে তার আধিপত্য বিস্তারে কাজ করেছে। 

বিবিসিকে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিই চীনকে এ অঞ্চলে প্রবেশের পথ তৈরি করে দিয়েছে। ফলে সমস্যা দেখা দিয়েছে।  বন্দর চালু করার আগে, চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কসকো শিপিং ৩৫০ কোটি ডলার খরচ করে ঘুমিয়ে যাওয়া পেরুর মাছ ধরার শহরকে পাওয়াহাউসে পরিণত করেছে। যা দেশটির অর্থনৈতিক অবস্থাকে পরিবর্তন করে দিবে। 

পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে মেগা পোর্টকে স্নায়ু কেন্দ্র বলে অভিহিত করেছেন। কারণ এ বন্দরের মাধ্যমে তার দেশ এশিয়ার বাজারের সঙ্গে সম্পর্ক স্থাপনের সুযোগ পেয়েছে। 

 

সুত্র : চ্যানেল ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়