শিরোনাম
◈ জুলাই আন্দোলনের আড়ালে দেশ ধ্বংসের নীলনকশা, আত্মগোপনে থেকে নানকের বিবৃতি ◈ ঢাবি ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতাদের পদ পাওয়ার অভিযোগ ◈ ভারতের মিডিয়ার বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচার, সতর্ক থাকার আহ্বান  ◈ রাতে মালদ্বীপের বিরুদ্ধে বছরের শেষ ম্যাচ খেলবে  বাংলাদেশ ◈ শ্রীলঙ্কা টি-টেন ক্রিকেটে সৌম্য-সাকিবদের সূচি চূড়ান্ত  ◈ বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড ঘোষণা, নেই হোল্ডার ◈ পোল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল ◈ জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না : নতুন প্রস্তাবনা ◈ বিসিবির কোচ হওয়ার অপেক্ষায় থাকি, কর্তৃপক্ষ আমাদের ডাকে না: রফিক ◈ ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৪, ১০:০৯ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৪, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সঞ্জুর ছক্কার আঘাতে ভক্তের গাল লাল হয়ে গেল! স্টেডিয়ামে বসে কাঁদছেন মহিলা ফ্যান

হিন্দুস্তান টাইমস: একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে ওই মহিলা ভক্তকে কাঁদতে দেখা যায়। সেই সময়ে তাঁকে গালে বরফ লাগাতে দেখা যায়। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে জোহানেসবার্গে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব। এরপরে দক্ষিণ আফ্রিকার বোলারদের বেধরক মারতে থাকেন সঞ্জু স্যামসন ও তিলক বর্মা। ব্যাট হাতে যখন এই দুই ব্যাটার চার ছক্কার ফুলঝুড়ি ঝড়াচ্ছেন তখন স্টেডিয়ামে উপস্থিত এক মহিলা ভক্তের মুখে গিয়ে বল আঘাত করে। এরপর যা হল সেটা বেশ ভাইরাল হয়ে যায়।

দলের ওপেনার সঞ্জু স্যামসনের ছক্কায় গুরুতর আহত হন সেই মহিলা সমর্থক। বল লাগার সঙ্গে সঙ্গে সে ব্যথায় কাতড়াতে থাকেন। একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে ওই মহিলা ভক্তকে কাঁদতে দেখা যায়। সেই সময়ে তাঁকে গালে বরফ লাগাতে দেখা যায়। সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করা সঞ্জু শেষ দুই ম্যাচে শূন্য রানে আউট হলেও শেষ ম্যাচে ফের একবার রানে ফিরেছেন এবং নিজের শতরান পূর্ণ করেছেন। তবে এর মাঝেই তাঁর হিটে ভক্তের আঘাত পাওয়ায় সঞ্জু নিশ্চিত খুশি হবেন না।

এদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। দুই দলেই কোনও পরিবর্তন করা হয়নি। টসের পরে, সূর্যকুমার যাদব বলেছিলেন যে তারা প্রথমে ব্যাট করে দুর্দান্ত পারফর্ম করছে এবং তারা আজও এটি চালিয়ে যেতে চায়। তিনি যেমনটা বলেছিলেন, দলে কোনও পরিবর্তনও করা হয়নি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম বলেছেন, তিনিও আগে ব্যাট করতে চেয়েছিলেন। আজকের ম্যাচে তিনি শতভাগ পারফরম্যান্স দেবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, দলে কোনও পরিবর্তন নেই।

শুক্রবার জোহানেসবার্গে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ খেলা হচ্ছে। সঞ্জু স্যামসন এবং তিলক বর্মার সেঞ্চুরি ইনিংসের সুবাদে শুক্রবার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় দল ২০ ওভারে এক উইকেট হারিয়ে ২৮৩ রান করেছে। ভারতের পক্ষে সঞ্জু স্যামসন ১০৯ ও তিলক বর্মা করেন ১২০ রান। দ্বিতীয় উইকেটে এই দুজনের মধ্যে রেকর্ড ২১০ রানের জুটি ছিল। ভারতীয় ইনিংসে মোট ২৩টি ছক্কা মারা হয়েছে। এটি বিদেশে ভারতের বৃহত্তম মোট (২৮৩)।

প্রথমে ব্যাট করতে আসা ভারতীয় দলকে ভালো সূচনা এনে দিয়েছেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। দুজনের মধ্যে ৭৩ রানের জুটি ছিল। ১৮ বলে ৩৬ রান করে আউট হন অভিষেক শর্মা। তিলক বর্মা ও সঞ্জু স্যামসনের মধ্যে দ্বিতীয় উইকেটে ২১০ রানের জুটি গড়ে ওঠে। সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি করেছেন সঞ্জু স্যামসন ও তিলক বর্মা। চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়