শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের সামনে যে ছয়টি বড় চ্যালেঞ্জ ◈ সেনা সদস্যরা ঘিরে রেখেছে বরিশালে সাবেক চিফ হুইপ হাসানাতের বাড়ি ◈ এবার ধানমন্ডি ৩২ নিয়ে সাংবাদিক ইলিয়াসের স্ট্যাটাস ◈ হাসিনার দায়ভার ভারত সরকারকেই নিতে হবে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ সিলেটে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবের ম্যুরাল ◈ ভাঙা হল শেখ মুজিবের বাড়ি, ধানমন্ডি ৩২ এখন ধ্বংসস্তূপ (ভিডিও) ◈ এবার হাসিনার বাসভবন সুধা সদনে আগুন (ভিডিও) ◈ কোনো উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরুন: জামায়াত আমিরের আহ্বান ◈ শেষ ওভারের নাটকীয়তায় খুলনা টাইগার্সকে কাঁদিয়ে চিটাগং কিংস ফাইনালে ◈ শহীদ তাজউদ্দীন নার্সিং কলেজে বহিরাগতদের হামলায় ৫০ শিক্ষার্থী আহত

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪, ০৭:০৬ বিকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহিষের বীর্য বিক্রি করে মাসে আয় ৭ লাখ টাকা!

ভারতের হরিয়ানার একটি কৃষি মেলায় ব্যাপক সাড়া ফেলেছে কালো রঙের এক মহিষ। আনমোল নামে এই মহিষটির ওজন ১৫০০ কেজি এবং দাম উঠেছে প্রায় ২৩ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় মহিষটির দাম হয় সাড়ে ৩২ লাখ টাকা। তবে মালিক গিল মহিষটি বিক্রি করতে রাজি নন। কারণ আনমোলের বীর্য বিক্রি করেই তিনি প্রতি মাসে ৪ থেকে ৫ লাখ রুপি বা ৬ থেকে ৭ লাখ টাকা আয় করছেন বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়।

রাজকীয় খাবার ও যত্ন

মহিষটির খাবার-দাবার অত্যন্ত রাজকীয়। আনমোলের প্রতিদিনের খাবারের জন্য ১৫০০ রুপি খরচ হয়। তার খাবার তালিকায় রয়েছে ২৫০ গ্রাম বাদাম, ৩০টি কলা, ৪ কেজি ডালিম, ৫ কেজি দুধ এবং ২০টি ডিম। এছাড়াও তাকে দেওয়া হয় সয়াবিন, ঘি, ভুট্টা এবং সবুজ পশুখাদ্য। এ ধরনের পুষ্টিকর খাবারের কারণে মহিষটি সবসময় সুস্থ ও কার্যক্ষম থাকে।

গিল প্রতিদিন আনমোলকে দুইবার গোসল করান। গোসলের পর বাদাম ও সরিষার তেল মেখে তার ত্বক চকচকে রাখা হয়।

বংশগত গুণ

মহিষটির এত দামের অন্যতম কারণ এর বীর্য। সপ্তাহে দুইবার বীর্য সংগ্রহ করে তা ব্রিডারদের কাছে বিক্রি করা হয়। এর থেকেই মালিক গিল প্রতি মাসে লাখ লাখ রুপি উপার্জন করেন। আনমোলের মা দৈনিক ২৫ লিটার দুধ দিতেন, যা তার বংশগত গুণাবলীর একটি নিদর্শন।

বিক্রির ইচ্ছে নেই মালিকের

এক কৃষি মেলায় আনমোলের সৌন্দর্য্য ও শক্তি দেখে তার দাম উঠেছিল ২৩ কোটি রুপি। তবে গিল মহিষটিকে বিক্রি করতে চান না। তার মতে, আনমোল শুধু একটি মহিষ নয়, বরং পরিবারের এক সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়