শিরোনাম
◈ আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? ◈ সাংবাদিক নূরুল কবীরকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ, তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ মুগ্ধকে নিয়ে গুজব: আবেগঘন প্রতিক্রিয়া ভাই স্নিগ্ধের ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ (ভিডিও) ◈ সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি এখন ১ লাখ ৪২ হাজার টাকা ◈ এবার ৭ দিনের আল্টিমেটাম দিলো রিকশাচালকরা ◈ গ্যাসের জন্য ২০ কোটি টাকা ঘুষ দিয়েছি, তারপরও জ্বি স্যার, জ্বি স্যার বলতে হয়েছে: বাণিজ্য উপদেষ্টা ◈ ‘দেখি বাসে আগুন জ্বলছে, আমরা কয়েকজন মিলে পোড়া মরদেহ নিচে নামাই’ ◈ বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চল ৩ বছরে দুই-তৃতীয়াংশ বৃদ্ধি

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪, ০৩:৫৭ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোমাতঙ্কে কলকাতাগামী ইন্ডিগোর ফ্লাইট ১৮৭ যাত্রী নিয়ে জরুরি অবতরণ

বোমাতঙ্কের ঘটনায় ইন্ডিগোর একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। ১৮৭ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য নিয়ে কলকাতায় যাচ্ছিল প্লেনটি। পুলিশ জানিয়েছে, বোমা হামলার হুমকির কারণে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে রায়পুর বিমানবন্দরে প্লেনটি জরুরি অবতরণ করেছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মহারাষ্ট্রের নাগপুর থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় আসার পথে ওই ফ্লাইটে হঠাৎ করেই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। জরুরি অবতরণের পর ওই বিমানটিতে তল্লাশি চালানো হয়েছে বলে জানা গেছে।

রায়পুরের সিনিয়র পুলিশ সুপার সন্তোষ সিং বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষ হুমকি পাওয়ার পর নাগপুর থেকে কলকাতার উদ্দেশ্যে উড্ডয়ন করা প্লেনটি রায়পুরের দিকে ঘুরিয়ে দেয়।

পরে প্লেনটি ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৯টার কিছু সময় পরে অবতরণ করে। জরুরি অবতরণের পর বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষার জন্য বিমানটি তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় বলে ওই কর্মকর্তা জানান। তিনি বলেন, কারিগরি কর্মীদের পাশাপাশি বোম্ব স্কোয়াডের সদস্যরা বিমানটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করছেন।

রায়পুর বিমানবন্দরের একটি নিরাপদ জায়গায় বিমানটি নিয়ে যাওয়ার পর যাত্রীদের নামিয়ে তল্লাশি চালানো হয়। তবে ওই বিমানের ভেতর থেকে কোনো বিস্ফোরক পদার্থ বা রহস্যজনক বস্তুর সন্ধান মেলেনি বলে জানা গেছে। উৎস: জাগোনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়