সাম্প্রতিক সময়ে ভারতীয় উপমহাদেশের দেশগুলোতে দূষণ একটি নিয়মিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে ভারত। দেশটি বিভিন্ন ধরনের দূষণকে ‘আন্তসীমান্ত’ ইস্যু বলে আখ্যা দিয়েছে। পাশাপাশি এই দূষণ, বিশেষ করে বায়ুদূষণ রোধে দুই প্রতিবেশী পাকিস্তান ও ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। অনুবাদ : আজকের পত্রিকা
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, গত মঙ্গলবার আজারবাইজানের বাকুতে চলমান বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৯—এর দ্বিতীয় দিনে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আয়োজিত এক বৈঠকে পৃথিবীর সবচেয়ে লম্বা ক্রায়োস্ফিয়ার জোনের (জমাটবাঁধা পানির বৃহৎ অঞ্চলকে ক্রায়োস্ফিয়ার বলা হয়) আওতায় পড়া ৮ দেশের মধ্যে ছয়টি দেশের মন্ত্রী এবং প্রতিনিধিদলের প্রধানেরা বৈঠকে বসেন।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট বুধবার এক বিবৃতিতে জানায়, বৈঠকে ভারত বায়ু দূষণকে ইন্দো-গাঙ্গেয় এয়ারশেডে (একটি সাধারণ প্রবাহ চক্র) দূষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে।
বৈঠকে ভারতের পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নরেশ পাল গাংওয়ার বলেন, ‘আমাদের বেশির ভাগ দেশ একই এয়ারশেড—অর্থাৎ ইন্দো-গাঙ্গেয় এয়ারশেডের অধীনে পড়ে। এটি (বায়ুদূষণ) একটি আন্তসীমান্ত সমস্যা। বায়ুদূষণ মোকাবিলায় সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে।’ বিবৃতিতে বলা হয়, নরেশ পাল বিশেষ করে পাকিস্তান ও বাংলাদেশকে আন্তসীমান্ত বায়ুদূষণ ব্যবস্থাপনা ও প্রশমনে সক্রিয়, সহযোগিতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এর আগে, পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এই তীব্র বায়ুদূষণ সমস্যা সমাধানের ভারতের পাঞ্জাব প্রদেশের সঙ্গে কাজ করার জন্য দেশটি সফরের আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি, লাহোর ও ভারতের রাজধানী দিল্লি বিশ্বের সবচেয়ে বেশি দূষিত শহরগুলোতে তালিকায় শীর্ষস্থান দখল করেছে।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচিব রাজা জাহাঙ্গীর আনওয়ার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেন, ‘মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ শিগগিরই ভারতীয় পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর (ভগবন্ত সিং মান) কাছে চিঠি পাঠাবেন। তিনি ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছেন এবং তাঁকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানোর কথাও বলেছেন।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় বায়ু দূষণ মোকাবিলায় বিদ্যমান একমাত্র আন্তঃসরকারী কাঠামো মালে ঘোষণা। ১৯৯৮ সালে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা যৌথভাবে এই ঘোষণায় স্বাক্ষর করে।
২০২৩ সালের এপ্রিল মাসে প্রকাশিত আইকিউএয়ারের প্রতিবেদন অনুসারে, দক্ষিণ এশিয়া বিশ্বের সবচেয়ে গুরুতর বায়ুদূষণের প্রভাবিত অঞ্চল। গত বছর বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের বাতাসের মান সবচেয়ে খারাপ ছিল। যুক্তরাজ্যভিত্তিক মেডিকেল জার্নাল ল্যানসেটের সাম্প্রতিক এক গবেষণায় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে,২০২১ সালে ভারতে ১৬ লাখ মানুষ বায়ুদূষণের কারণে মারা গেছে।
আপনার মতামত লিখুন :