শিরোনাম
◈ আর্মি সার্ভিস কোরের ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত ◈ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৪ সমাপ্ত ◈ এবার আওয়ামী লীগ নেতাদের ক্ষমা চাইতে বললেন সিদ্দিকী নাজমুল আলম ◈ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশে ৭ দিনে ৬৮০ নোটিশ, ১৪৭মামলা, ৪৯ গ্রেপ্তার ◈ অপরাধের কারণে কারো বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট ◈ ভোরে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে মুখোমুখি ◈ চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায়! ইউটিউবে ভারতীয় চ্যানেলে ভয়ঙ্কর অপপ্রচার!!(ভিডিও) ◈ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী পশ্চিমবঙ্গে গ্রেফতার ◈ ‌‘আমার সঙ্গে আফ্রিদির কথা হয়েছে, ব্যস্ততার কারণে যেতে পারিনি’ ◈ আলোচিত সব সংস্কার প্রস্তাব বিএনপির ৩১ দফায় আছে: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪, ১০:৪১ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিনিদের গণহত্যা ইসরাইলের একটি পরিকল্পিত প্রকল্প; 'শহীদদের অধিকাংশই নারী ও শিশু'

পার্সটুডে: ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক গাজায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর গণহত্যামূলক অপরাধ এবং এর ক্ষতিগ্রস্তদের প্রতি বিশ্বকে বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ফিলিস্তিনে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানিজ ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মাধ্যমে ফিলিস্তিনিদের গণহত্যা সম্পর্কে গাজার একজন ফিলিস্তিনি ডাক্তারের গল্পের প্রতিক্রিয়া হিসাবে X সামাজিক নেটওয়ার্কে একটি বার্তা প্রকাশ করে লিখেছেন,  "আসুন, এই গল্পগুলোর একটা গল্প হয়ে যাক। গণহত্যার শিকারদের আমরা কখনোই  ভুলে যাব না।" পার্সটুডে অনুসারে,মানবিক বিষয়ক জাতিসংঘের ভারপ্রাপ্ত ডেপুটি মহাসচিব জয়েস মেসোয়া নিরাপত্তা পরিষদের সভায়ও ঘোষণা করেছেন যে ইসরাইলের হত্যার শিকারদের মধ্যে ৭০ ভাগ নারী ও শিশু।

অন্যদিকে, সুইডিশ পরিবেশবাদী এবং মানবাধিকার কর্মী গ্রেটা থানবার্গ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের গণহত্যায় কিছু সরকারের অংশগ্রহণের প্রতিবাদ করে একটি ভিডিও প্রকাশ বলেছেন, 'ইহুদিবাদী ইসরাইলকে জ্বালানি সরবরাহের মাধ্যমে গাজায় গণহত্যা চালানোর কাজে সহযোগিতা দেয়ার জন্য সবার উচিত দেশে দেশে তুরস্ক এবং আজারবাইজান দূতাবাসগুলোর সামনে প্রতিবাদ সমাবেশ করা।'   

জাতিসংঘের মানবিক বিষয়ক উপ-মহাসচিব ইলজে ব্র্যান্ড কেহরিসও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে জোর দিয়ে বলেছেন যে,ইহুদিবাদী হামলার তীব্রতার কারণে গাজায় এখন কোনো নিরাপদ স্থান নেই। এই অঞ্চলের অবস্থা সংকটজনক এবং এখানে দুর্ভিক্ষের ঝুঁকি বিরাজ করছে।

এদিকে; জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মনসুর নিরাপত্তা পরিষদকে গাজার দুর্ভিক্ষ সংকটের বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন। মনসুর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশে বলেন,‘আসুন চিন্তা করা যাক, ইসরাইল জাতিগত নির্মূল এবং ঔপনিবেশিক লক্ষ্য এগিয়ে নেয়ার জন্য একটি যুদ্ধ পদ্ধতি হিসাবে দুর্ভিক্ষ প্রয়োগ করেছে।

ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর ফিলিস্তিনি উদ্বাস্তু  (ইউএনআরডব্লিউএ)'র প্রধান কর্মকর্তা লুইস ওয়াটারিজের মতে,গাজা উপত্যকায়  প্রবেশের জন্য সাহায্যের পরিমাণ গত কয়েক মাসে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ইউএনআরডব্লিউএর এই কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন: শিশুরা প্রাণ হারাচ্ছে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। এখানকার মানুষের সবকিছুই দরকার।#

  • সর্বশেষ
  • জনপ্রিয়