পার্সটুডে- আরব লীগের সাবেক মহাসচিব ও মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমর মূসা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সম্প্রসারণকামী আচরণ ও আগ্রাসনের হাত থেকে অন্যান্য আরব দেশও বাঁচবে না।
তিনি পশ্চিম এশিয়া অঞ্চলের দেশগুলোর বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের সম্প্রসারণকামী আচরণের প্রতি ইঙ্গিত করে আরো বলেছেন, ইসরাইলি আগ্রাসন সৌদি আরব এবং মিশর পর্যন্ত পৌঁছে যেতে পারে। বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আমর মূসা বলেছেন, ইহুদিবাদী ইসরাইল মিশরকে তার সীমান্তবর্তী দুই কিলোমিটার চওড়া এলাকা তেল আবিবের কাছে হস্তান্তর করার আহ্বান জানিয়েছে। একে মিশরের ভূখণ্ড দখল করার প্রাথমিক পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেন।
আরব লীগের সাবেক এই মহাসচিব বলেন, আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দেশটির প্রেসিডেন্ট থাকার সময় একবার বলেছিলেন, ইসরাইল তার ভাষায় একটি ছোট দেশ; কাজেই এটির সঙ্গে আরো বেশি ভূখণ্ড অন্তর্ভুক্ত করতে হবে। আমর মূসা বলেন: ইহুদিবাদী ইসরাইল সীমাহীনভাবে আশপাশের দেশগুলোর ভূখণ্ড দখল করার মানসিকতা পোষণ করে।
তিনি ইহুদিবাদী ইসরাইলের সম্প্রসারণকামী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আরব দেশগুলোকে বিশেষ করে সৌদি আরব ও মিশরের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, বিগত আট দশকের অবৈধ অস্তিত্বের দীর্ঘ সময়ে ইহুদিবাদী ইসরাইল যেসব বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে সেগুলোর একটি হচ্ছে, এই অবৈধ রাষ্ট্রের স্থানীয় বা আদিবাসী জনগোষ্ঠী না থাকা। নিজের জনসংখ্যা বাড়াতে সে সারাবিশ্ব থেকে ইহুদিদের ধরে এনে বসবাস করার অনুমতি দিয়েছে এবং তাদেরকে সব ধরনের জীবনোপকরণ বিনামূল্যে সরবরাহ করেছে।
গত বছরের ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান শুরু করার পর দখলদার সেনারা উপত্যকার উত্তরে অবস্থিত বেইত হানুন, জাবালিয়া ও বেইত লাহিয়া এলাকার ফিলিস্তিনি জনগণকে নিজেদের ঘরবাড়ি ফেলে উপত্যকার দক্ষিণ প্রান্তে চলে যেতে বাধ্য করেছে। গণমাধ্যমগুলো এ ঘটনাকে ইসরাইলি ‘জেনারেলদের পরিকল্পনা’র অনানুষ্ঠানিক বাস্তবায়ন বলে মন্তব্য করেছে।
আপনার মতামত লিখুন :