শিরোনাম
◈ বিদেশি ‘নাগরিকত্ব’ নিয়ে যাঁরা মন্ত্রী-এমপি হয়েছেন ◈ এটি এমন একটি রাজনৈতিক বিজয় যা আমাদের দেশ এর আগে কখনোই দেখেনি : বিজয়ী ভাষণ দিলেন ডোনাল্ড ট্রাম্প (ভিডিও) ◈ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য আমির হোসেন আমু গ্রেফতার ◈ শেখ হাসিনা সরকার আমাকে একা করে দিয়েছে : ছেলের হয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন তাপসের মা ◈ সারাদেশে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ◈ বিজয় থেকে সামান্য দূরে ইতিহাস গড়ার পথে ডোনাল্ড ট্রাম্প ◈ যত প্রভাবশালীই হোক, কোনোভাবেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ট্রাম্প শিবিরে উল্লাস, ভাষণ দেবেন না কমালা ◈ সিরিজ জয়ের দাবিদার আফগানিস্তান, বিকালে প্রথম ম্যাচে আফগানদের মুখোমুখি শান্তবাহিনী ◈ ইসরায়েলের হামলায় সব শেষ, তবুও বিশ্বকাপ খেলতে চায় ফিলিস্তিন

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৪, ১০:৫৬ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৪, ০২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখন পর্যন্ত কোন রাজ্যে কে এগিয়ে ?

অবশেষে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক লড়াইয়ে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নানা জরিপে এতোদিন দুই প্রার্থীর ব্যবধান জেনেছে সমর্থকরা। এবার ভোটের ফলে কে কতটুকু এগিয়ে, সে দিকে চোখ রাখা যাক।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে ফলাফলে ট্রাম্পের সঙ্গে শুরুর দিকে বেশি ব্যবধান থাকলেও এখন অনেকটাই কাছাকাছি চলে এসেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস কর্তৃক প্রকাশিত সবশেষ ফলাফল অনুযায়ী, ২৭০ ইলেক্টোরাল ভোটের মধ্যে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের (২১০*) চেয়ে বেশ এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (২৩০*)।

এ ছাড়া  আল জাজিরার পূর্বাভাসে বলা হয়েছে, ট্রাম্প ২৩০টি এবং কমলা ২০৫টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। এছাড়া নিউ ইয়র্ক টাইমসের পূর্বাভাস বলছে, ট্রাম্প ২৩০টি এবং কমলা ২০০টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। বার্তাসংস্থা এপির পূর্বাভাসেও অনেক ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। 

নির্বাচনে বেশিরভাগ দোদুল্যমান রাজ্যেই এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের রাজ্যগুলোতে গত নির্বাচনে সুবিধা করতে না পারলেও এবার দারুণভাবে ‘কামব্যাক’ করেছেন সাবেক এই প্রেসিডেন্ট।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা ও পেনসিলভানিয়ায় বেশিরভাগ ভোট গণনা শেষ হয়েছে। এই রাজ্য তিনটিতে পরিষ্কার ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

অ্যারিজোনা এবং উইসকনসিনেও এগিয়ে রিপাবলিকান প্রার্থী। তবে রাজ্য দুটিতে কমলা হ্যারিসের সঙ্গে তার ভোট ব্যবধান খুবই কম।

বিপরীতে, মিশিগান রাজ্যে এগিয়ে রয়েছেন কমলা। তবে সেখানে এ পর্যন্ত মাত্র ৩২ শতাংশ ভোট গণনা হয়েছে। সুতরাং আরও ভোট গণনা হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টেও যেতে পারে।

কমলা হ্যারিস: কলোরাডো, কানেকটিকাট, ডেলাওয়্যার, ইলিনয়, ম্যাসাচুসেটস, মেরিল্যান্ড, নিউ জার্সি, নিউ ইয়র্ক, রোড আইল্যান্ড, ভার্মন্ট

ডোনাল্ড ট্রাম্প: আলাবামা, আরকানসাস, ফ্লোরিডা, ইন্ডিয়ানা, কেনটাকি, লুইসিয়ানা, মিসৌরি, মিসিসিপি, মন্টানা, নর্থ ডাকোটা, নেব্রাস্কা, ওহিও, ওকলাহোমা, দক্ষিণ ক্যারোলিনা, সাউথ ডাকোটা, টেনেসি, টেক্সাস, উটাহ, ওয়েস্ট ভার্জিনিয়া, ওয়াইমিং।

এছাড়া ভার্জিনিয়াতেও এগিয়ে আছেন কমলা। হ্যারিস সেখানে জয়ী হলে তৃতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প এই রাজ্যে হেরে যাচ্ছেন। ২০০৮ সাল থেকে প্রতিটি নির্বাচনেই ভার্জিনিয়া ডেমোক্র্যাট প্রার্থীই জয় ছিনিয়ে এনেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়