শিরোনাম
◈ ‘গুয়াম কিলার’-এর সংখ্যা বৃদ্ধি করছে চিন, কপালে চিন্তার ভাঁজ পড়েছে আমেরিকার ◈ ছাত্রলীগকে প্রশ্রয় দেওয়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০ ◈ লালমনিরহাটে হাসপাতালের টেন্ডার জমাদানে বাঁধা, যুবদল নেতা আটক ◈ বিব্রত শায়খ আহমাদুল্লাহ, জানালেন অস্বস্তির কথা ◈ ‘জাতীয় বিশ্ববিদ্যালয় অটোপাস দেবে না’ ◈ সায়েমা ওয়াজেদ ‘নিষ্ক্রিয়’, বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করবে ◈ সাফ শিরোপা জয়ের জন্য বাংলাদেশের নারী খেলোয়াড়দের অভিনন্দন প্রধান উপদেষ্টার ◈ ফের আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, কাল থেকে কার্যকর ◈ এই ইউএনও চলেন ‘ঘড়ির কাঁটায় কাঁটায়’ ◈ আবারও ছাদখোলা বাসে বরণ করা হবে বাংলাদেশ নারী দলকে!

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ০১:০৫ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৪, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটেনে ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯০০ টাকা!

সর্বনিম্ন মজুরির পরিমাণ বাড়িয়েছে ব্রিটিশ সরকার। আগামী বছরের এপ্রিল থেকে এই নতুন সর্বনিম্ন মজুরি কার্যকর হবে। ব্রিটিশ অর্থমন্ত্রী বা চ্যান্সেলর অব এক্সচেকার র‍্যাচেল রিভস আজ বুধবার এ ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সরকারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

নতুন ঘোষণা অনুসারে, আগামী বছরের এপ্রিল থেকে ব্রিটেনে সর্বনিম্ন মজুরি আগের তুলনায় ৬ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়াবে ১২ দশমিক ২১ পাউন্ডে, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৯০০ টাকা। এর ফলে ব্রিটেনে কর্মীদের বছরে আয় বাড়বে প্রায় ১ হাজার ৪০০ পাউন্ড বা ২ লাখ ১৭ হাজার টাকার বেশি।

অর্থমন্ত্রী রিভস ন্যূনতম মজুরি বৃদ্ধি প্রসঙ্গে বলেছেন, এই পদক্ষেপ ব্রিটিশ কর্মীদের জন্য ‘বাস্তবিক জীবনযাত্রার মানসম্মত মজুরি’ প্রদানে লেবার পার্টির নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জীবনযাত্রার মান বৃদ্ধির পাশাপাশি অর্থমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে, ব্রিটেনে ১৮–২০ বছর বয়সী যারা কাজ করেন তাঁদের ন্যূনতম মজুরি হবে ১০ পাউন্ড বা ১ হাজার ৫৫০ টাকা।

ব্রিটিশ সরকারের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার এ বিষয়ে বলেছেন, ‘কোনো একটি দিনে একজন লোক যথাযথভাবে যে কাজ করেন, তার জন্য তিনি সেই অনুসারে যথাযথ মজুরি পাওয়ার যোগ্য। আমাদের এসব পরিবর্তন নিম্ন আয়ের মানুষের প্রয়োজনীয় ব্যয় মেটাতে সহায়তা করবে।’

এ ছাড়া, ব্রিটিশ সরকারের নতুন এই ঘোষণা অনুসারে, আগামী বছরের এপ্রিল থেকে শিক্ষানবিশ এবং ১৬-১৭ বছর বয়সীরা কাজের জন্য ঘণ্টায় সর্বনিম্ন মজুরি পাবে ৭ দশমিক ৫৫ পাউন্ড বা ১ হাজার ১৭১ টাকা। আগামী বছরের এপ্রিল থেকে মোট ৩৫ লাখ ব্রিটিশ মজুরি বৃদ্ধির সুফল ভোগ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়