শিরোনাম

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৪, ১০:২৭ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাক্ষাৎকার নিতে আসা নারী সাংবাদিকের কোলে বসলেন সিপিএম নেতা

রাজনৈতিক দলের নেতার সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন এক নারী সাংবাদিক।কিন্তু সাক্ষাৎকার দেওয়ার সময় সেই নারীরই কোলে বসে পড়েন সেই বামপন্থী নেতা। ভারতে পশ্চিমবঙ্গে ঘটেছে এমন ঘটনা। সেই সাংবাদিকের অভিযোগ, তন্ময় ভট্টাচার্যের তার কোলে উঠে বসেন। তিনি বলেন, ‘এরাই আসলে সম্ভাব্য ধর্ষক, চিনে রাখা দরকার’।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বর্ষীয়ান বাম নেতা ও সাবেক বিধায়ক তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছেন নারী সাংবাদিক। ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ অবিলম্বে তন্ময় ভট্টাচর্যকে গ্রেপ্তারের দাবি জানান। তন্ময়ের দল সিপিএম তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।  

গতকাল রবিবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে ঘটনাটি নিয়ে আলোচনা থামছে না। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন টলি তারকারাও।

তন্ময় ভট্টাচার্য বলেছেন, ‘‌আমি সবার সঙ্গে ইয়ার্কি করে থাকি। আগে ওই মেয়েটি অন্তত দশবার আমার সাক্ষাৎকার নিয়েছে। ওর সঙ্গে আমি আগেও ইয়ার্কি করেছি। কিন্তু আজকে হঠাৎ কী হল আমি জানি না। একটা বাচ্চা মেয়ে। ওকে আমি মা বলে ডাকি। ও একথা বলবে ভাবতে পারছি না।’‌

টলিউড তারকা শ্রীলেখা মিত্র বলেছেন, ‘অভিযুক্ত না কি দোষী...দল সাসপেন্ড কিন্ত করল অভিযোগ হলেই সে অভিযুক্ত নয়’ - এটা যারা বিশ্বাস করেন, এবার তারা কী বলবেন দেখা যাক! নিজের বেলায় আঁটিসাঁটি পরের বেলায় দাঁতকপাটি - এটা হয় না। আমরা কিন্তু বরাবরই বিশ্বাস করি অভিযোগ যার নামে, সে অবশ্যই অভিযুক্ত।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়