শিরোনাম
◈ বদলে যাচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম ◈ প্রবাসী প্রেমিকের সঙ্গে ভিডিও কলে একসঙ্গে নববধূর ‘আত্মহত্যা’, চিরকুটে জানিয়ে গেছে শেষ ইচ্ছে ◈ এক মাসে পাঁচ জাহাজে আগুন, নাশকতা বলছেন কেউ কেউ ◈ ফের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিল ইরান ◈ জানা গেল ২০২৫ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার সময় ◈ ইউএস-বাংলার উড়োজাহাজে মিললো প্রায় ৭ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার জব্দ ◈ ২৩ হাজার ৪০০ কোটি টাকা রেমিট্যান্স এলো ২৬ দিনে ◈ একদিনে ৫ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি, কোন বিশ্ববিদ্যালয়ে কে হলেন উপাচার্য ◈ রাজধানীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার ◈ সাংবাদিকদের হয়রানিমূলক মামলার যেসব তথ্য চেয়েছে সরকার

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৪, ০৬:১২ বিকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেসিডেন্ট থাকাকালে যে ‘বড় ভুল’ করেছিলেন ট্রাম্প, জানালেন তিনি নিজেই

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ফ্রিল্যান্স উপস্থাপক জো রোগানকে একটি সাক্ষাৎকার দিয়েছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ ও বিস্তৃত ওই সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট তার শাসনামলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

ট্রাম্প বলেছেন, ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত প্রেসিডেন্ট থাকাকালে তার ‘সবচেয়ে বড় ভুল’ ছিল ‘কিছু মানুষকে সরকারে ঠায় দেয়া।’ তার কথায়, ‘আমি এমন কিছু লোককে বেছে নিয়েছিলাম যাদের আমার বাছাই করা উচিত হয়নি।‘ তিনি বলেন, ‘নিওকন বা খারাপ মানুষ বা অবিশ্বস্ত মানুষ।

 এই ‘নিওকন’ বলতে তিনি নব্যরক্ষণশীল এমন নীতি-নির্ধারকদের বুঝিয়েছেন যারা পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ করতে সিদ্ধহস্ত ছিল। এমন কয়েকজনের নামও উল্লেখ করেছেন ট্রাম্প। তারা হলেন জন কেলি ও জন বোল্টন।
 
হোয়াইট হাউসের সাবেক চিফ অব স্টাফ জন কেলির ব্যাপারে ট্রাম্প বলেন, ‘কেলির (জন কেলি) মতো একজন লোককে আমি বেছে নিয়েছিলাম। তিনি একজন ধর্ষক কিন্তু একজন দুর্বল মনের মানুষ।’
 
 ট্রাম্পের সরকারে কাজ করলেও জন কেলি এখন তার কঠোর সমালোচক হয়ে উঠেছেন। নির্বাচন সামনে করে চলতি সপ্তাহেই নিউইয়র্ক টাইমসকে এক সাক্ষাৎকারে কেলি ট্রাম্পকে ‘ফ্যাসিবাদী’ বলে অভিহিত করেন। বলেন, ‘আমি মনে করি, তার মধ্যে ফ্যাসিবাদী প্রবণতা আছে।’
 
সাক্ষাৎকারে ট্রাম্প তার সরকারের একজন শীর্ষ কর্মকর্তা সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের ব্যাপারে বলতে গিয়ে তাকে ‘একজন বোকা লোক’ বলে অভিহিত করেন। তবে তিনি বলেন, এ ধরনের লোক মাঝেমধ্যে দরকারি হন। সঙ্গে এও বলেন যে, ‘তবে কিছু বিশেষ ক্ষেত্রে তিনি (বোল্টন) ভাল ছিলেন।’
 
 একসমায় টেলিভিশন উপস্থাপক ছিলেন জো রোগান। বর্তমানে ফ্রিল্যান্স উপস্থাপক হিসেবে ‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’ নামে একটি টকশোর উপস্থাপনা করেন তিনি। এতে তিনি বিভিন্ন সেলিব্রিটি অতিথিদের সাথে সাম্প্রতিক বা চলমান ঘটনা, কমেডি, রাজনীতি, এলিয়েন, দর্শন, বিজ্ঞান, মার্শাল আর্ট ও শখ নিয়ে কথা বলেন।
 
দুই বছর আগে ট্রাম্পকে ‘গণতন্ত্রের অস্তিত্বের জন্য হুমকি’ হিসেবে বর্ণনা করেছিলেন রোগান। এমনকি তিনি তার টকশোতে ট্রাম্পকে আনতে পর্যন্ত অস্বীকৃতি জানিয়েছিলেন। তবে গত শুক্রবার (২৫ অক্টোবর) সাক্ষাৎকারে দুজনকে বেশ বন্ধুত্বপূর্ণ বলে প্রতীয়মান হয়। সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়