শিরোনাম
◈ নির্বাচন নিয়ে আসিফ নজরুলের বক্তব্য সরকারের বক্তব্য নয়: ধর্ম উপদেষ্টা ◈ হাওরে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ◈ ২০২৬ সালের মধ্যেই দেশের প্রথম পাতাল রেল চালু করতে চায় কর্তৃপক্ষ (ভিডিও) ◈ জাতীয় মসজিদের নতুন খতিবকে নিয়ে শায়খ আহমাদুল্লাহর মন্তব্য ভাইরাল ◈ শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত আনা হবে, জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল (ভিডিও) ◈ এতো দাম দেখে অবচেতনমনেই বলে ফেলি আগেই ভালো ছিলাম : হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির পর পুলিশের ৩ কর্মকর্তা গ্রেপ্তার ◈ নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ফ্যাসিস্টের দোসররা আপনাদের বিভ্রান্ত করবে: সারজিস ◈ আন্দোলনে নিহতের শিক্ষার্থীর পরিবারের অনুদানের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১ ◈ খুলনার পাইকগাছায় মসজিদে দানের ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৪, ০৬:৫৪ বিকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলেজ ক্যাম্পাসে ধর্ষণ: ছাত্র বিক্ষোভে উত্তাল পাকিস্তানে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা 

কলেজ ক্যাম্পাসে ধর্ষণের ঘটনায় বিক্ষোভে উত্তাল পাকিস্তানের জনবহুল প্রদেশ পাঞ্জাব। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রদেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া প্রদেশটির স্বরাষ্ট্র বিভাগ শুক্রবার ও শনিবার সকল প্রকাশ গণজমায়েত নিষিদ্ধ করেছে। খবর আল জাজিরা 

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ফলে পূর্বাঞ্চলীয় প্রদেশটির প্রায় ২ কোটি ৬ লাখ শিশু ক্ষতির সম্মুখীন হবে। 

রাওয়ালপিন্ডির পুলিশ অফিসার সাঈদ খালিদ মেহমুদ হামদানি বার্তা সংস্থা এএফপিকে বলেন, শুক্রবার (১৮ অক্টোবর) ভাংচুরের ঘটনায় ৩৮০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এ ঘটনার তদন্ত চলছে। 

পাঞ্জাবের মহিলা কলেজ ক্যাম্পাসের বেজমেন্টে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে, এমন একটি খবর গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিক্ষোভের দানা বাধে। 

তবে পুলিশ, কলেজ কর্তৃপক্ষ এবং প্রাদেশিক সরকারের দাবি, তাদের কাছে কোনো ভুক্তভোগী অভিযোগ জানাননি। অনলাইনে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। 

লাহোর ও রাওয়ালপিন্ডিতে শহরের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, কর্তৃপক্ষ ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।

বিক্ষোভে অংশগ্রহণকারীদের বেশির ভাগই পুরুষ শিক্ষার্থী। বিক্ষোভকারীরা লাহোরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জানালা ভেঙে দিয়েছে এবং স্কুলবাস পুড়িয়ে দিয়েছেন। বিভিন্ন জায়গায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

পাঞ্জাব গ্রুপ অব কলেজেস নামের একটি গোষ্ঠী বেসরকারিভাবে নারীদের বিভিন্ন কলেজ পরিচালনা করে থাকে। লাহোরে পাঞ্জাব গ্রুপ অব কলেজেসের পরিচালক আরিফ চৌধুরীও গত বুধবার এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন ধর্ষণের ঘটনা ঘটেনি। সত্যিই যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তবে পদত্যাগ করে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন তিনি।

পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ বলেছেন, যারা অনলাইনে ভুয়া পোস্ট ছড়াচ্ছেন, তাদের সাজা দেয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়