পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার পুলিশ সদর দপ্তরে হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ সোমবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স
এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, জেলা পুলিশের সদর দপ্তরের ভবন ও একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে বন্দুকধারীরা।হামলায় তিনজন পুলিশ ও তিনজন হামলাকারী নিহত হয়েছেন। তাদের মধ্যে আত্মঘাতী হামলাকারীও ছিল বলে জানিয়েছেন তিনি।
এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান। খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলার সঙ্গে আফগানিস্তানের সীমান্তবর্তী অস্থিতিশীল উত্তর ওয়াজিরিস্তান উপজাতীয় জেলার সীমানা রয়েছে। এই অঞ্চলে এই গোষ্ঠীটি বেশ সক্রিয়। এর আগেও একাধিক হামলা করেছে তারা।
আপনার মতামত লিখুন :