শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২২, ০৮:১২ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০২২, ০৮:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিনজো আবের হত্যাকারী তেৎসুয়া ইয়ামাগামির দাবি

ধর্মীয় গোষ্ঠীকে সমর্থনের দায়ে আবেকে গুলি

হত্যাকারী তেৎসুয়া ইয়ামাগামি

খালিদ আহমেদ : জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকারী তেৎসুয়া ইয়ামাগামি (৪১) তার প্রতি ব্যক্তিগত আক্রোশ থেকেই এ ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায়, হামলাকারী তেৎসুয়া ইয়ামাগামির ধারণা ছিল তার মায়ের আর্থিক সর্বনাশের জন্য শিনজো আবের সাথে সম্পর্কিত একটি ধর্মীয় গোষ্ঠী দায়ী। আর এ কারণেই কয়েক মাস ধরে এ হামলার পরিকল্পনা করেন তিনি। 

পুলিশি জেরায় তেৎসুয়ার ইয়ামাগামি দাবি, শিনজো আবে ওই ধর্মীয় সংগঠনকে প্রচারের আলোয় নিয়ে এসেছেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীকে রাজনৈতিক কারণে খুনের তত্ত্ব খারিজ করে দিয়েছেন তেৎসুয়া।
তিনি আরও দাবি করেন, ওই ধর্মীয় নেতা তার মায়ের সঙ্গে প্রতারণা করেছেন। তার মা ওই ধর্মীয় গোষ্ঠীকে দান করে দেউলিয়া হয়ে পড়েন। এ কারণে তাকে খুন করতে চেয়েছিলেন। তবে এই ধর্মীয় গোষ্ঠীর কোনো নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। 

পুলিশ জানায়, পরিকল্পনার পর আবের বেশকিছু জনসভায় নিয়মিত অংশগ্রহণ করেন ইয়ামাগামি। প্রথমে বোমা হামলার পরিকল্পনা করলেও তা থেকে পিছু হটেন তিনি। অনলাইনে কেনা বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে হাতেই তৈরি করেন একটি বন্দুক। সেটি দিয়েই আবেকে গুলি করেন তিনি। 

ইয়ামাগামির প্রতিবেশীরা জানিয়েছেন, তিনি একাকী স্বভাবের ছিলেন এবং তার সাথে কথা বললে কোনো উত্তর দিতেন না।

শুক্রবার সাবেক এই প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দুইবার গুলি করার পরও ঘটনাস্থল থেকে পালানোর কোনো রকম চেষ্টা করেননি তেৎসুয়া। ওখানেই দাঁড়িয়ে ছিলেন তিনি। এতে তাকে গ্রেপ্তার করতে বিশেষ কোনো বেগ পেতে হয়নি পুলিশকে। সম্পাদনা: মামুন হোসেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়