এ বছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন তিন অর্থনীতিবিদ ড্যারন অ্যাকেমোগলু, সাইমন জনসন এবং জেমস রবিনসন। ‘প্রতিষ্ঠানগুলো (অর্থনৈতিক) কীভাবে গঠন করা হয় এবং সমৃদ্ধির ওপর তা কীভাবে প্রভাব ফেলে তা অধ্যয়নের জন্য’ অর্থনীতিতে নোবেল পেয়েছেন তারা।
সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
নোবেল কমিটির দেওয়া তথ্যানুসারে, বিভিন্ন দেশের সমৃদ্ধিতে কেন এত পার্থক্য দেখা যায়, তা নিয়ে নতুন ধারণা দিয়েছেন ড্যারন এসেমোগ্লু, সাইমন জনসন এবং জেমস এ. রবিনসন।
এদের মধ্যে ড্যারন এসেমোগ্লু ও সাইমন জনসন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) এবং জেমস এ. রবিনসন শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
উল্লেখ্য, ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। সুইডিশ রয়েল একাডেমি তখন থেকে এই পুরস্কার দিয়ে আসছে। সেই হিসেবে এবার ৬৬তম নোবেল পুরস্কার পেলেন তারা।
আপনার মতামত লিখুন :