শিরোনাম
◈ হারিয়ে যাওয়া ৫৩ টি মোবাইল উদ্ধার করে  মালিকদেরকে বুঝিয়ে দিলো ডিএমপি ◈ নবম শ্রেণীর পাঠ্যবই ’মেয়ে’ গল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ও যে তথ্য দিলেন আসিফ মাহতাব (ভিডিও) ◈ আমি ১৬ ডিসেম্বর বিজয় দিবস মানি না: আসাদুজ্জামান ফুয়াদ (ভিডিও) ◈ যদি শেখ হাসিনা টিকে যেত এই সেমিনার কি হতো, প্রশ্ন আন্দালিব রহমান পার্থের (ভিডিও) ◈ নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেট দুনিয়ায় তোলপাড়, ভিডিও নিয়ে যা জানা গেল ◈ সাকিব-তামিম চাইলে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারবেন: বিসিবি সভাপতি ◈ নারী এশিয়া কাপের ফাইনালে রোববার ভারত ও বাংলাদেশ মুখোমুখি ◈ ঢাকা মেট্রোকে হারিয়ে এনসিএল ক্রিকেটের ফাইনালে রংপুর বিভাগ ◈ আইসিসির কাছে বিশপের সুপারিশ, শামীম-জাকেরকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেয়া হোক  ◈ ‘জনশক্তি’ নামে কোনো রাজনৈতিক দল গঠনের আলোচনা হয়নি, জানালো জাতীয় নাগরিক কমিটি

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪, ১০:২৭ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিজবুল্লাহর আত্মঘাতী ড্রোনে ইসরাইলের ৪ সেনা নিহত, আহত ১০০ 

পারসটুডে: ইহুদিবাদী ইসরাইলের বন্দরনগরী হাইফার দক্ষিণে বিনইয়ামিন সামরিক ঘাঁটিতে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ড্রোন হামলায় অন্তত চার দখলদার সেনা নিহত ও বহু সেনা আহত হয়েছে। 

গতকাল রাতে দখলদার সেনাদের ওই ঘাঁটি লক্ষ্য করে হিজবুল্লাহ বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালায়। গণমাধ্যমের খবর থেকে জানা গেছে, ইসরাইলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের একটি ট্রেনিং ক্যাম্পে হিজবুল্লাহর ড্রোনগুলো আঘাত হানে।

ইসরাইলের ন্যাশনাল ইমারজেন্সি মেডিকেল সার্ভিস জানিয়েছে, হামলায় অন্তত চার সেনা নিহত এবং ৬১ জন আহত হয়েছে। তবে নিরপেক্ষ গণমাধ্যমের খবর থেকে জানা গেছে, হামলায় অন্তত ১০০ ইসরাইলি সেনা আহত হয়েছে যার মধ্যে সাত জনের অবস্থা গুরুতর। যুদ্ধের জন্য প্রশিক্ষিত গোলানি ব্রিগেড ইসরাইলি সেনাবাহিনীর পাঁচটি পদাতিক ব্রিগেডের একটি।

এই হামলার বাইরেও ইসরাইলের আরো কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হিজবুল্লাহ গতকাল ড্রোন ও রকেট দিয়ে হামলা চালিয়েছে। এরমধ্যে গোলানি ব্রিগেডের একটি পুনর্বাসন ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র রয়েছে যেটি হাইফা নগরীর দক্ষিণে অবস্থিত। 

এর পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা দক্ষিণ লেবানন সীমান্তে মোতায়েন সেনাদের ওপর গতকাল আকস্মিকভাবে ঝাঁকে ঝাঁকে রকেট ছুঁড়েছে এবং মেশিনগান দিয়ে ব্যাপকভাবে হামলা চালিয়েছে। এরপর ওই এলাকা থেকে ইহুদিবাদীরা সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়