শিরোনাম
◈ মিজানুর রহমান আজহারীকে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ এর বিষয়ে যা বললেন (ভিডিও) ◈ এক উঠানে মসজিদ-মন্দির, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন ◈ ২২ দিনের নিষেধাজ্ঞা নদী ও সাগরে মাছ শিকারে  ◈ "ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা করেছে আ.লীগ" ◈ ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হচ্ছে যেভাবে  ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, খালি পেটে রাষ্ট্র সংস্কারের আলাপ মাথায় ঢুকবে না: হাসনাত ◈ অতীতের সুনাম, ঐতিহ্য ও গৌরব ফেরাতে নতুন কৌশল নিয়ে মাঠে নেমেছে ছাত্রদল ◈ দেশে ডলার সরবরাহে সংকট ও দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি মূল্যস্ফীতিকে উসকে দিচ্ছে ◈ অন্তর্বর্তী সরকারকে অব্যাহত অর্থনৈতিক–রাজনৈতিক সমর্থনের আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৪, ০১:১৪ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে ছেলের হত্যাকারীকে বিনা শর্তে ক্ষমা করে দিলেন বাবা

সৌদি আরবে ছেলের হত্যাকারীকে বিনা শর্তে ক্ষমা করে দিয়েছেন বাবা। এর বিনিময়ে দিয়াত বা রক্তপণ আদায়ের সুযোগ থাকলেও তিনি তা চান না। বুধবার (৯ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে বাবা ছেলের হত্যাকারীকে ক্ষমা করার ঘোষণা দেন। এতে হত্যাকারী নিশ্চিত মৃত্যুদণ্ড থেকে রেহাই পান এবং তাকে রক্তপণও দিতে হবে না। গালফ নিউজ জানিয়েছে, ভিডিওতে থাকা বাবা মোহাম্মদ বিন শাগাহ নামে এলাকায় পরিচিত। তিনি দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের আসিরের বেশা গভর্নরেটের এক সমাবেশে ক্ষমার দেন। তবে হত্যাকারী ও নিহতের ঘটনার বর্ণনা গালফ নিউজ প্রকাশ করেনি।

তিনি বলেন, শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছি। এর বিনিময়ে রক্তপণ হিসেবে এক রিয়ালও নেব না।

সৌদি আরবে ইসলামি আইন কার্যকর। এ আইনে হত্যার বদলে হত্যা, চোখের বদলে চোখের বিধান রয়েছে। যাকে কিসাস বলা হয়। এটাই ইসলামিক নীতি। এ নীতিতে শাস্তি হলো যথাযথ প্রতিশোধ বা ক্ষতিপূরণ। ক্ষতিপূরণকে বলা হয় দিয়াত। দিয়া আইনে ক্ষতিগ্রস্ত ব্যক্তির উত্তরাধিকারীর জন্য ক্ষতিপূরণ প্রদান করা হয়। আরবিতে এই শব্দের অর্থ রক্তের অর্থ এবং মুক্তিপণ উভয়ই।

দেশটিতে নিহতের অভিভাবক হত্যাকারীকে ক্ষমার অধিকার রাখেন। বিনিময়ে তিনি রক্তপণ নিতে পারেন। আবার নাও নিতে পারেন। এটা তার স্বেচ্ছাধীন। অভিভাবক ক্ষমা না করলে হত্যাকারীর মৃত্যুদণ্ড নিশ্চিত।

কিন্তু অনেক সময় সৌদি আরবে অপরাধীকে ক্ষমা করে দেন অভিভাবক। আল্লাহর মহা গুণ ক্ষমায় অনুপ্রাণিত হয়ে তার সন্তুষ্টির জন্য এমনটি করেন তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়