এজেদ্দিন আল-কাসাম ব্রিগেড জানিয়েছে তারা ‘ইসরায়েলের গভীরে হামলা চালিয়েছে।’
ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি।
এজেদ্দিন আল-কাসাম ব্রিগেড জানায়ম আমরা 'ইসরায়েলের গভীরে হামলা চালিয়েছি।'
চলমান যুদ্ধের অংশ হিসেবে তেল আবিবে এম৯০ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
এক বছরের যুদ্ধে গাজা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ফাইল ছবি:এএফপি
সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকা থেকে রকেটগুলো ধেয়ে আসার পর ইসরায়েলের মধ্যাঞ্চলে আকাশ হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠে।
আজ দেশটিতে গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার এক বছরপূর্তি পালিত হচ্ছে।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, 'গাজা উপত্যকা থেকে অসংখ্য ক্ষেপণাস্ত্র ধেয়ে আসায় সতর্কতাসূচক সাইরেন বাজানো হয়।'
এএফপির সাংবাদিক তেল আবিবের আকাশে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস হতে দেখেন।
আপনার মতামত লিখুন :