রাশিদুল ইসলাম : [২] রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে বহু বিদেশি সেনা অফিসার এবং ভাড়াটে লোকজন রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। পারসটুডে
[৩] গতকাল রোববার ইতালির একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ একথা বলেন। তবে এসব বিদেশি ভাড়াটে যোদ্ধাদের জাতীয়তা প্রকাশ করেন নি এবং তাদের প্রকৃত সংখ্যাও তিনি উল্লেখ করেন নি।
[৪] এর আগে মস্কো জানিয়েছিল যে, রাশিয়ার সেনাদের হাতে বহু বিদেশি ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছে।
[৫] রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনের সামরিক বাহিনী দোনবাস এলাকায় হামলা চালাচ্ছে যা প্রকৃতপক্ষে সেখানকার সাধারণ লোকজনকে ভীত সন্ত্রস্ত করে তোলার লক্ষ্যে করা হচ্ছে।
[৬] সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বারবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের কথা বলছেন, আবার সেই জায়গা থেকে তিনি সরে যাচ্ছেন।
[৭] গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন।
আপনার মতামত লিখুন :