শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২২, ০৩:০৯ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২২, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলিবিদ্ধ শিনজো আবে মারা গেছেন

শিনজো আবে

এম. মোশাররফ হোসাইন : জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন। দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জাপান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা শহরে নির্বাচনি প্রচার কর্মসূচিতে বক্তব্য দেয়ার সময় বুকে গুলিবিদ্ধ হন শিনজো আবে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তার অবস্থা আশঙ্কাজনক বলেই জানানো হচ্ছিল। তার বুক থেকে রক্ত ঝরছিল। একপর্যায়ে চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

আগামী রোববার অনুষ্ঠেয় জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অফ কাউন্সিলরসের নির্বাচন সামনে রেখে দেশটিতে চলছে প্রচার। সে প্রচারের অংশ হিসেবে ইয়ামাতো সাইদাইজি স্টেশনের সামনে বক্তব্য দিচ্ছিলেন আবে। সে সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

পুলিশ এরই মধ্যে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে। ৪১ বছর বয়সী এ ব্যক্তি তেতসুয়া ইয়ামাগামি বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, আবেকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়া হয়। জাপানের অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, একটি গুলি আবের ঘাড়ের ডান পাশে লাগে। তার বুকের বাম পাশে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে।

সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে এনএইচকে জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের সাবেক কর্মকর্তা। তিনি ২০০৫ সাল পর্যন্ত তিন বছর ওই পদে ছিলেন। ঘটনার তদন্তকারীদের কাছে ইয়ামাগামি জানিয়েছেন, শিনজো আবের প্রতি তার ক্ষোভ ছিল। সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্য ছিল তার।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে বন্দুক হামলা খুবই বিরল ঘটনা। কারণ, সেখানে অস্ত্র বহন করা নিষিদ্ধ। এ ছাড়া জাপানে রাজনৈতিক ব্যক্তিদের টার্গেট করে হত্যা করার ঘটনাও খুব একটা দেখা যায় না।

২০০৭ সালে নাগাসাকি শহরের মেয়র ইচো ইতোকে গুলি করে হত্যা করেছিল গ্যাংস্টাররা। ১৯৬০ সালে জাপানের সোশ্যালিস্ট পার্টির প্রধানকে বক্তব্য দেবার সময় গুলি ছুড়ে হত্যা করে ডানপন্থিরা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। সম্পাদনা: খালিদ আহমেদ

কে এই শিনজো আবে?

শিনজো আবে ২১শে সেপ্টেম্বর ১৯৫৪ সালে টোকিওতে একটি বিশিষ্ট রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন যার প্রাক-যুদ্ধ, যুদ্ধকালীন এবং যুদ্ধ-পরবর্তী জাপানে উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রভাব ছিল। তিনি ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। ২০০৬ সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। ২০১২ সালে তিনি আবারও প্রধানমন্ত্রী হন। তারপর টানা ৯ বছর দায়িত্ব পালন শেষে অসুস্থতার কারণে ২০২০ সালের আগস্টের শেষে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার কথা থাকলেও এক বছর আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান আবে। জাপানের ইতিহাসে তিনি সবচেয়ে বেশী সময় ধরে প্রধানমন্ত্রী ছিলেন। 

১৯৯৩ সালের নির্বাচনে প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন শিনজো আবে। জুনিচিরো কোইজুমির অধীনে ২০০৫ থেকে ২০০৬ পর্যন্ত প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিসাবেও দায়িত্ব পালন এবং ২০১২ সালে সংক্ষিপ্তভাবে বিরোধী দলের নেতা ছিলেন তিনি।

২০২০ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে বড় প্রভাব ছিল আবের। এই দলের বড় একটি অংশের নিয়ন্ত্রণ ছিল তার হাতে।

৬৭ বছর বয়সী শিনজো আবে সেসময় জানিয়েছিলেন, তার আলসারেটিভ কোলাইটিস রয়েছে এবং নতুন ওষুধ ব্যবহার করে তার চিকিৎসা চালিয়ে যেতে হবে। তিনি বহু বছর থেকে আলসারেটিভ কোলাইটিস রোগে ভুগছিলেন। মূলত কৈশোর থেকেই এই রোগে ভুগছিলেন আবে।

শিনজো আবের বাবা ছিলেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া তার এক দাদা জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। তার মাতামহ নোবুসুকে কিশি ছিলেন অধিকৃত চীনের প্রকৃতপক্ষে ‘অর্থনৈতিক রাজা’ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের নেতৃত্বে উত্তর চীনের একটি জাপানি পুতুল রাষ্ট্র মানচুকুও, এবং যুদ্ধের সময় তিনি ছিলেন প্রধানমন্ত্রী হিদেকি তোজোর মন্ত্রিসভায় যুদ্ধাহত উপমন্ত্রী। 

তার পিতামহ কান আবে একজন ইয়ামাগুচি জমির মালিক ছিলেন যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিনিধি পরিষদে দায়িত্ব পালন করেছিলেন, যখন তার বাবা শিনতারো আবে ১৯৫৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত প্রতিনিধি পরিষদে দায়িত্ব পালন করেছিলেন, প্রধান মন্ত্রিপরিষদ সচিব, আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প মন্ত্রী হিসাবে কাজ করেছিলেন, এবং পররাষ্ট্র মন্ত্রী। 

শিনজো আবে আবে ১৯৭৭ সালে সেইকি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান এবং ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার স্কুল অফ পলিসি, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টে পাবলিক পলিসি অধ্যয়ন করেন। এপ্রিল ১৯৭৯ সালে, আবে কোবে স্টিলের জন্য কাজ শুরু করেন। তিনি ১৯৮২ সালে কোম্পানি ত্যাগ করেন এবং পররাষ্ট্র মন্ত্রীর নির্বাহী সহকারী, এলডিপি জেনারেল কাউন্সিলের চেয়ারপারসনের ব্যক্তিগত সচিব এবং এলডিপি মহাসচিবের ব্যক্তিগত সচিব সহ বেশ কয়েকটি সরকারি পদ অনুসরণ করেন।

১৯৯১ সালে তার পিতার মৃত্যুর পর ১৯৯৩ সালে ইয়ামাগুচি প্রিফেকচারের প্রথম জেলায় নির্বাচিত হন আবে, নির্বাচিত চারজন প্রতিনিধির মধ্যে সর্বাধিক ভোট পেয়ে জয়ী হন। ১৯৯৯ সালে, তিনি সামাজিক বিষয়ক বিভাগের পরিচালক হন। তিনি ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত ইয়োশিরো মোরি এবং জুনিচিরো কোইজুমি মন্ত্রিসভায় ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, তারপরে তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির সেক্রেটারি-জেনারেল নিযুক্ত হন।

আবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির মরি ফ্যাশানের সদস্য ছিলেন। এই দলটির নেতৃত্ব দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিরো মোরি। জুন'ইচিরো কোইজুমি মরি গোষ্ঠীর একজন সদস্য ছিলেন, কিন্তু একটি উচ্চ দলীয় পদ গ্রহণ করার সময় রীতি অনুযায়ী এটি ছেড়ে দিয়েছিলেন। ১৯৮৬ থেকে ১৯৯১ সাল পর্যন্ত, আবের বাবা শিনতারো একই দলটির প্রধান ছিলেন। 

আবের বড় ভাই হিরোনোবু আবে মিতসুবিশি শোজি প্যাকেজিং কর্পোরেশনের প্রেসিডেন্ট এবং সিইও হন, যখন তার ছোট ভাই নোবুও কিশি পররাষ্ট্র বিষয়ক সিনিয়র ভাইস-মিনিস্টার হন।

আবে ১৯৮৭ সালে একজন সোশ্যালাইট এবং প্রাক্তন রেডিও ডিস্ক জকি আকিয়ে মাতসুজাকিকে বিয়ে করেন। তিনি মরিনাগা, একজন চকোলেট প্রস্তুতকারকের প্রেসিডেন্টের কন্যা। তিনি তার স্পষ্টবাদী দৃষ্টিভঙ্গির কারণে ‘দেশীয় বিরোধী দল’ হিসাবে জনপ্রিয়, যা প্রায়শই তার স্বামীর বিরোধিতা করে। প্রধানমন্ত্রী হিসাবে তার স্বামীর প্রথম কার্যকালের পর, তিনি টোকিওর কান্দা জেলায় একটি জৈব ইজাকায়া খোলেন, কিন্তু তার শাশুড়ির অনুরোধের কারণে ব্যবস্থাপনায় সক্রিয় নন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়