শিরোনাম
◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা ◈ মণিপুরের সহিংসতায় মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২২, ১০:০২ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২২, ০৩:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ, অবস্থা গুরুতর (ভিডিও)

শিনজো আবে

হ্যাপী আক্তার : জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে দূর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। নির্বাচনী প্রচারণা চালানো সময় তাকে গুলি করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এনএইচকে

দেশটির পশ্চিমাঞ্চলীয় নারা শহরে শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টা নাগাদ এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা করে হাসপাতালে ভর্তি হয়েছে। রয়টার্স

আবে শহরের একটি রাস্তায় বক্তৃতা দিচ্ছিলেন তখন তিনি হামলার শিকার হন। সেই সময় গুলির শব্দ শোনা গিয়েছিল। পুলিশ বলছে, ৪১ বছর বয়সী হামলাকারীকে আটক করা হয়েছে। তারা আবের বক্তৃতার সময় পরপর দুটি শব্দ শুনতে পান।

শিনজো আবে হামলাকারী ব্যক্তি

আবেকে লক্ষ্য করে পেছন থেকে দুইবার গুলি চালিয়েছে হামলাকারী। এসময় তার বুকের বাম পাশে ও ঘাড়ে গুলি লেগেছে বলে জানিয়েছে জাপানি সংবাদমাধ্যমগুলো। খবরে বলা হচ্ছে, আবের অবস্থা গুরুতর। তার কার্ডিয়াক অ্যারেস্ট, অর্থাৎ হৃদযন্ত্রের ক্রিয়া কার্যত বন্ধ হয়ে গেছে।

জাপানভিত্তিক সংবাদমাধ্যম এনএইচকের এক প্রতিবেদন থেকে জানা যায়, নারা শহরে বক্তৃতার সময় শিনজো আবে ঢলে পড়েন। তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে থাকতে পারেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত সংবাদমাধ্যম এনএইচকে’র একজন প্রতিবেদক বন্দুক থেকে গুলিবর্ষণের মতো শব্দ শুনেছেন এবং এরপরই সাবেক প্রধানমন্ত্রী আবের শরীর থেকে রক্তপাত হতে দেখেছেন।

তবে জাপানি সংবাদমাধ্যম কিয়োদো জানিয়েছে,, শিনজো আবে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে তার কাছ থেকে কোন সাড়া পাওয়া যাচ্ছে না।

জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো বলেছেন, তিনি আবের সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানেন না। তবে কিয়োদো নিউজ এজেন্সি এবং রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, হাসপাতালে নেওয়ার সময় ৬৭ বছর বয়সী এ নেতাকে কার্ডিয়াক অ্যারেস্টের অবস্থায় দেখা গেছে।

এনএইচকে জানিয়েছে, দুদিন পরে অনুষ্ঠিতব্য আপার হাউস নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে শুক্রবার (৭ জুলাই) জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারায় একটি রেলস্টেশনের বাইরে আয়োজিত সমাবেশে বক্তৃতা করছিলেন সাবেক প্রধানমন্ত্রী আবে। এসময় পেছন থেকে তাকে উদ্দেশ্য করে দুবার গুলি চালানো হয়। সম্পাদনা : মাজহারুল ইসলাম

" href="">জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’কে হামলার ভিডিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়