শিরোনাম
◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ◈ এবার শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ উপসচিব পুলে কোটা: প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান ◈ জাহাজ থেকে ১৯ নাবিক বিদেশে পলায়ন, গ্রেপ্তারি পরোয়ানা ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সেলোনাকে ২-১ গোলে হারালো অ্যাথলেটিকো মাদ্রিদ ◈ ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে এশিয়া কাপের ফাইনালে হেরে গেলো বাংলাদেশ ◈ রাহাত ফতেহ আলী খান ৩ কোটি ৪০ লাখ টাকা  বিপিএল মিউজিক ফেস্টে গান গাইবেন ◈ চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় দিনে ভারতের মুখোমুখি বাংলাদেশ! ◈ একবার চার্জে ৬৩৫ কিলোমিটার পর্যন্ত চলবে, সৌদি আরবে প্রথম হাইড্রোজেনচালিত বাস চালু

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২০ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে মার্কসবাদী দিসানায়েকে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন দেশটির মার্কসবাদী নেতা অনুরা কুমারা দিসানায়েকে। শনিবারের প্রেসিডেন্টে নির্বাচনে ভোটগ্রহণের পর  দিসানায়েকে এগিয়ে রয়েছেন বলে খবর দিয়েছে অনলাইন দ্য স্টেইটস টাইমস। এতে বলা হয়, কয়েক বছর আগে গণঅভ্যুত্থানের পর এবারই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন দেশটির জনগণ। অনুষ্ঠিত এই নির্বাচনে এখন চলছে ভোট গণনা।

আর প্রাথমিক ভোট গণনায় এগিয়ে রয়েছেন মার্কসবাদীরা। শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের তথ্য মতে, প্রাথমিক গণনার ৭ লাখ ভোটের মধ্যে ৬০ দশমিক ২১ ভোট পেয়েছে দিসানায়েকে।

এবারের নির্বাচনে ভারতের কোল ঘেঁষা ওই দ্বিপ রাষ্ট্রটির মোট জনসংখ্যার ৭৬ শতাংশ নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই নির্বাচনে দিসানায়েকে ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে তার মার্কসবাদ-প্রবণ জনতা বিমুক্তি পেরেমুনা (জেপিভি) পার্টিও রয়েছে।

এই দলটি ঐতিহ্যগতভাবে শক্তিশালী রাষ্ট্রীয় হস্তক্ষেপ, কম কর এবং আরও কঠোর বাজার অর্থনৈতিক নীতি সমর্থন করে থাকে। ৫৫ বছর বয়সী দিসানায়েকে তার নির্বাচনী প্রচারণায় আইএমএফ-এর সাথে চুক্তির বিষয়ে পুনরায় আলোচনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে ঋণ খেলাপির ফলে শ্রীলঙ্কায় আয়কর দ্বিগুণ করা হয়েছিল।

যাতে দেশটিতে ব্যাপক হারে পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এবারের নির্বাচনে বিরোধীদলীয় নেতা সজিথ প্রেমাদাসা এখন পর্যন্ত ২২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে এবং বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে তৃতীয় স্থানে রয়েছেন। দিসানায়েকে যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে তিনিই হবেন শ্রীলঙ্কার প্রথম মার্কসবাদী রাষ্ট্রপ্রধান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়