শিরোনাম
◈ শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে ফার্স্টপোস্টকে দেওয়া সাক্ষাতকারে যা বললেন  শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ◈ শ্রীলঙ্কা নারী দলের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ ◈ যে কারণে কোটি কোটি জিমেইল বন্ধ হচ্ছে ২০ সেপ্টেম্বর ! ◈ কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারী কলেজ শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, আহত ৭ ◈ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার মানে অন্যরা কাজ করছে না: মির্জা ফখরুল ◈ ঢাবিতে তোফাজ্জলকে নির্যাতন করে হত্যা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সৌদি স্বীকৃতি দেবে নাইসরাইলকে ◈ জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশ এবার ১১ ধাপ এগিয়ে ◈ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্ল্যাহ গ্রেপ্তার ◈ নির্বাচন নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ে মিশ্র বার্তা কেন ?

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৪৮ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ার তীব্র নিন্দা লেবাননে নজিরবিহীন হামলার, যুদ্ধের আশঙ্কা

লেবাননে সংঘটিত নজিরবিহীন সাইবার হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া । এ হামলায় নিহতদের পরিবারের প্রতি শোক ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে রাশিয়ার প্রেসিডেন্ট। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ মন্তব্য করেন। সাইবার হামলার ফলে লেবাননের বিভিন্ন অঞ্চলে একসঙ্গে বেশ কয়েকটি পেজার বিস্ফোরণ ঘটে।

মারিয়া জাখারোভা বলেন, ‘আমরা বন্ধুসুলভ রাষ্ট্র লেবাননের ওপর এ ধরনের হামলাকে তার সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখছি। এটি অপরাধীদের একটি উচ্চ-প্রযুক্তির হামলা, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে ব্যাপক সশস্ত্র সংঘাত উস্কে দেয়ার চেষ্টা করা হয়েছে।’ খবর তাসের।

প্রতিবেদনটিতে মারিয়া জাখারোভার বরাতে বলা হয়, ‘লেবানন-ইসরায়েল সীমান্তে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড পরিস্থিতিকে আরো খারাপ করার ঝুঁকি সৃষ্টি করছে।’

রাশিয়া এ হামলাকে লেবাননের বিরুদ্ধে আরেকটি ‘হাইব্রিড যুদ্ধ’ হিসেবে চিহ্নিত করেছে। এর প্রভাব হাজারো নিরীহ মানুষের ওপর পড়েছে। জাখারোভা বলেন, এ ঘটনায় জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। হামলার ঘটনাটি যেন চাপা পড়ে না যায়, সেজন্য পূর্ণাঙ্গ আমরা পূর্ণ তদন্তের আহ্বান জানাচ্ছি। তিনি নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণের তদন্তের উদাহরণ তুলে ধরেন।

হামলার পর শিয়া দল হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করে এবং উপযুক্ত প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দেয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণের ফলে প্রাণহানি এবং বহু আহতের ঘটনা ঘটেছে। ধারনা করা হচ্ছে, পেজারগুলো হিজবুল্লাহ সমর্থকদের জন্য এ বছরের মাঝামাঝি সময়ে লেবাননে আনা হয়েছিল। তখনই এগুলোর ভেতরে বিস্ফোরক ডিভাইস স্থাপন করা হয়েছিল।

সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, এ হামলাটি ছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলি সামরিক বাহিনীর যৌথ অভিযান। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়