শিরোনাম
◈ শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে ফার্স্টপোস্টকে দেওয়া সাক্ষাতকারে যা বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ◈ শ্রীলঙ্কা নারী দলের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ ◈ যে কারণে কোটি কোটি জিমেইল বন্ধ হচ্ছে ২০ সেপ্টেম্বর ! ◈ কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারী কলেজ শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, আহত ৭ ◈ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার মানে অন্যরা কাজ করছে না: মির্জা ফখরুল ◈ ঢাবিতে তোফাজ্জলকে নির্যাতন করে হত্যা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সৌদি স্বীকৃতি দেবে নাইসরাইলকে ◈ জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশ এবার ১১ ধাপ এগিয়ে ◈ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্ল্যাহ গ্রেপ্তার ◈ নির্বাচন নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ে মিশ্র বার্তা কেন ?

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৩ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-ভারত নদী পরিবহন চুক্তি ঠিক থাকবে, বললেন ভারতের মন্ত্রী

ভারতের বন্দর, পরিবহণ ও নদীপথ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মন্ত্রী সর্বনন্দ সোনোয়াল বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক বোঝাপড়া রয়েছে এবং দুই দেশের মধ্যে যেসব নদী পরিবহন চুক্তি আছে সেগুলোও ঠিক থাকবে। উভয় দেশই চুক্তিগুলোর প্রতি সম্মান প্রদর্শন করবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ‘দ্য আসাম ট্রিবিউন-ডায়লগ ২০২৪’ শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেন ভারতীয় মন্ত্রী।

তিনি জানিয়েছেন, ইন্দো-বাংলাদেশ প্রটোকল রুট (আইবিপিআর) দিয়ে যেভাবে নৌযান চলাচল করত এটি সেভাবেই চলছে। এই পথে নৌ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

ভারতীয় মন্ত্রী আরও জানিয়েছেন, কূটনীতিক চ্যানেলে বাংলাদেশের সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত আছে। তিনি বলেছেন, “আমাদের কর্মকর্তারা বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। তাদের জবাব ইতিবাচক।”

ইন্দো-বাংলাদেশ প্রটোকল রুটের মাধ্যমে ভারতীয় জাহাজ ও নৌযান বাংলাদেশের ভেতর দিয়ে চলাচল করে। এরমাধ্যমে মূলত ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্স রাজ্যের দূরত্ব কমিয়ে আনা সম্ভব হয়েছে।  

যদি এই নৌপথগুলো ভারত ব্যবহার না করে তাহলে তাদের অনেকটা ঘুরে সেভেন সিস্টার্সে পণ্য নিয়ে যেতে হতো।

গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ-ভারতের মধ্যকার চুক্তিগুলো নিয়ে সংশয় তৈরি হয়। ভারতই বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। তবে ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী আজ জানালেন, নৌ পরিবহণ চুক্তি অনুযায়ীই এখন সবকিছু চলছে।

সূত্র: দ্য ইকোনোমিক টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়