শিরোনাম
◈ পাকিস্তান সুপার লিগ খেলে মজা পাবি, রিশাদকে বললেন তামিম ইকবাল ◈ সেন্টমার্টিনে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি ◈ টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস ◈ মাটিচাপা পড়ার ৩০ মিনিট পর শ্রমিককে জীবিত উদ্ধার (ভিডিও) ◈ নিজস্ব ব্যাংক হিসাবে প্রবাসীরা রেমিট্যান্স পাঠাতে পারবেন ◈ চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ: সিএ প্রেস উইং ◈  সড়কে শৃঙ্খলা ফেরাতে ৬০০ সহায়ক ট্রাফিক পুলিশ নিয়োগ দিচ্ছে সরকার ◈ আপনার জন্য দরজা খোলা রইল: টিউলিপকে স্টারমার ◈ নির্বাচনের দাবি জোরালো হচ্ছে, প্রস্তুতি শুরু বিএনপিসহ সমমনাদের ◈ এবার পাকিস্তানে বিশাল এক স্বর্ণের খনির সন্ধান!

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৩ রাত
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-ভারত নদী পরিবহন চুক্তি ঠিক থাকবে, বললেন ভারতের মন্ত্রী

ভারতের বন্দর, পরিবহণ ও নদীপথ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মন্ত্রী সর্বনন্দ সোনোয়াল বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক বোঝাপড়া রয়েছে এবং দুই দেশের মধ্যে যেসব নদী পরিবহন চুক্তি আছে সেগুলোও ঠিক থাকবে। উভয় দেশই চুক্তিগুলোর প্রতি সম্মান প্রদর্শন করবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ‘দ্য আসাম ট্রিবিউন-ডায়লগ ২০২৪’ শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেন ভারতীয় মন্ত্রী।

তিনি জানিয়েছেন, ইন্দো-বাংলাদেশ প্রটোকল রুট (আইবিপিআর) দিয়ে যেভাবে নৌযান চলাচল করত এটি সেভাবেই চলছে। এই পথে নৌ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

ভারতীয় মন্ত্রী আরও জানিয়েছেন, কূটনীতিক চ্যানেলে বাংলাদেশের সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত আছে। তিনি বলেছেন, “আমাদের কর্মকর্তারা বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। তাদের জবাব ইতিবাচক।”

ইন্দো-বাংলাদেশ প্রটোকল রুটের মাধ্যমে ভারতীয় জাহাজ ও নৌযান বাংলাদেশের ভেতর দিয়ে চলাচল করে। এরমাধ্যমে মূলত ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্স রাজ্যের দূরত্ব কমিয়ে আনা সম্ভব হয়েছে।  

যদি এই নৌপথগুলো ভারত ব্যবহার না করে তাহলে তাদের অনেকটা ঘুরে সেভেন সিস্টার্সে পণ্য নিয়ে যেতে হতো।

গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ-ভারতের মধ্যকার চুক্তিগুলো নিয়ে সংশয় তৈরি হয়। ভারতই বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। তবে ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী আজ জানালেন, নৌ পরিবহণ চুক্তি অনুযায়ীই এখন সবকিছু চলছে।

সূত্র: দ্য ইকোনোমিক টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়