নাসির সাইফ : পশ্চিমবঙ্গে ধর্ষণের বিরুদ্ধে কঠিন আইন প্রণয়ন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবারও চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আরজি কর-কাণ্ডের প্রসঙ্গ টেনে লেখা দু’পাতার চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করেছেন তিনি।
প্রসঙ্গত, গত ২২ অগস্ট ধর্ষণ বিরোধী কঠোর আইন বলবৎ করার বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রথম চিঠিটি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
দ্বিতীয়বারের মত লেখা চিঠিতে সে কথাই মনে করিয়ে দিয়ে মমতা লিখেছেন, ‘অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে লেখা সেই চিঠির কোনো জবাব এখনও পর্যন্ত আসেনি।’
তবে তিনি জানিয়েছেন, ‘মোদীকে লেখা ওই চিঠির যে প্রতিলিপি কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রকে পাঠানো হয়েছিল, তার জবাব এসেছে।’
ধর্ষণের মতো অপরাধ রুখতে সংসদে বিল পাশ করিয়ে দোষীর ‘কঠোরতর এবং দৃষ্টান্তমূলক শাস্তি’র প্রয়োজনীয়তার কথা প্রথম চিঠিতে উল্লেখ করা হয়। কিন্তু মুখ্যমন্ত্রী অভিযোগ করে লিখেছেন, ‘আমি যে গুরুত্ব দিয়ে অত্যন্ত প্রাসঙ্গিক, সমাজ সম্পর্কিত বিষয়টি নিয়ে ভেবেছিলাম, গতানুগতিক জবাবি চিঠিতে সেই গুরুত্ব দেওয়া হয়নি।’
প্রধানমন্ত্রীকে পাঠানো প্রথম চিঠিতে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ১৫ দিনের মধ্যে যেন ধর্ষণের মামলায় দোষীর বিচার প্রক্রিয়া শেষ করে শাস্তি নিশ্চিত করা যায় এবং এর পাশাপাশি, ধর্ষণ ও যৌন নির্যাতনের বিচার পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রথম চিঠিতে যে বিষয়গুলি জানানো হয়েছিল, নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের প্রত্যুত্তরে সে প্রসঙ্গের কোনোটাই উল্লেখ নেই বলে প্রধানমন্ত্রী মোদীকে লেখা দ্বিতীয় চিঠিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট সকালে আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে এক নারী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর ধর্ষণ ও খুনের অভিযোগে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই।
এ ঘটনার পরিপ্রেক্ষিতেই ধর্ষণ রুখতে নতুন কোনো কঠিন আইন চাইছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আপনার মতামত লিখুন :